Thursday, April 18, 2024
HomeSportsUEFA Champions League ( UCL ) এর সেমি ফাইনালে Real Madrid

UEFA Champions League ( UCL ) এর সেমি ফাইনালে Real Madrid

UEFA Champions League ( UCL ) এর সেমি ফাইনালে Real Madrid. English premier league teams এর জায়ান্ট টিম Liverpool এর সাথে UCL Draws. সেই সাথে সেমি-ফাইনালে জায়গা করে নিল la liga এর সুপার ক্লাব রিয়াল মাদ্রিদ।
করোনা মহামারির প্রভাব এবং দলের প্রিয় খেলোয়াড়দের প্রায় ৫৩ টা ইঞ্জুরি কাটিয়ে জিতে নিল প্রথম লেগ। মধ্যখানে স্পেনিশ দুই সুপার ক্লাব বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো, এবং শেষে আবারো লিভারপুলের সাথে সেকেন্ড লেগ।
রিয়াল মাদ্রিদের দলে সিনিয়র খেলোয়াড না থাকলেও সে অভাব বুঝতে দেয়নি দলের কাপ্তান করিম বেনজামা। মিলিতাও, নাচো, ভাল্ভার্দে যেন আজকে দলকে রক্ষা করবেই সে হিসেবে বদ্ধ পরিকর।
মধ্যম মাঠের ক্যাসেমেরু যেন এক প্রাচীর যা ভেদ করা কঠিন। ক্রুশ, মড্রিসের রক্ষনাত্মক কৌশল যেন দলের প্রয়োজনে শতভাগ পরিকল্পিত। রিয়াল মাদ্রিদের গোল রক্ষক কর্তোয়া যেন এক প্রাচীর। একে একে তালু বন্দি করলেন প্রায় গোল হতে যাওয়া বল।

UCL Soccer এ রাজত্বের পরিচয় জিদানেরঃ

প্রিয় দলে রামোস, ভারানে, হ্যাজার্ড নাই সে চিন্তা বুঝতেই দেননি রিয়াল মাদ্রিদ দলে কোচ ফ্রান্সের এক কালের সেরা তারকা জিনাদিন জিদান।

প্রিয় দলের এমন জয়ে উচ্ছাসিত ফ্যান ফলোয়াররাও। নিজ দলের এমন ধারাবাহিক পারফর্ম্যান্স দেখে একজন তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এ লেখেন,

Real Madrid qualifying for Semi-Final after playing Liverpool, Barcelona, and Liverpool again in the space of 7 days with a thin squad that’s suffered 53 injuries during the season.
Now we all know what Santiago Bernabéu meant when he said “The Real Madrid’s shirt is white it can be stained by mud, sweat, or even blood but never of shame.

এছাড়া ফেদে ভালভার্দের আজকের ম্যাচের পারফরম্যান্স ছিল অভূতপূর্ব। দলের প্রতি ভাল্ভার্দের ত্যাগ দেখে তাঁর গার্লফ্রেন্ড সামাজিক যোগাযোগ মাধ্যম Twitter এ লেখেন,

This was this afternoon. I did not want to put anything until the game was over and surely later you will challenge me for publishing it, but I must do the same because it is your effort and nobody gave you anything. You are our pride

দলের এমন জয়ে ফাইনালেও রিয়াম মাদ্রিদকে চ্যাম্পিয়ন চান ভক্ত সমর্থকরা।

UEFA Champions League এ সেমি-ফাইনালে যায়াগা করে নিল যারা-

UEFA Champions League এ সেমি-ফাইনালের ম্যাচ সিডিউল –

Real Madrid vs Chelsea 1st Leg Tuesday 27 April and 2nd leg 4th May 2021

Manchester City vs PSG 1st Leg Tuesday 27 April and 2nd leg 4th May 2021

Related News

2 COMMENTS

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!