কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী।
৫ জুন (শনিবার) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রাণী সম্পদ উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার বৃদ্ধি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল সক্ষমতা বৃদ্ধি, বিজ্ঞান ভিত্তিক লালন পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পাখি পালনে আধুনিক পদ্ধতি ও ব্যবস্হাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত প্রদর্শনীতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহ্ফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রদর্শনিতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নন্দন কুমার চন্দ, এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, প্রাণিসম্পদ দপ্তর মহেশখালীর ULO এবং LEO সহ সংশ্লিষ্টরা।
প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে চেক হস্তান্তর করেন উপস্থিত নেতৃবৃন্দরা
প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাচুর, ষাঁড়, উন্নত জাতের মহিষ, উন্নত জাতের হাঁস মুরগী, বিভিন্ন সৌখিন পাখি, কবুতর সহ বিভিন্ন পশু পাখি ও প্রাণী প্রদর্শিত করা হয়।