Tuesday, April 16, 2024
HomeBusinessসংসদে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা

সংসদে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা

সংসদে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশি।

টাকার ওই অংক বাংলাদেশের মোট জিডিপির ১৭.৫ শতাংশের সমান। জানা গেছে, বিদায়ী অর্থবছরে মুস্তফা কামালের দেয়া বাজেটের আকার ছিল ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেটের ১৩.২৪ শতাংশ বেশি এবং জিডিপির ১৭.৯ শতাংশের সমান।

বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। তার আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গতবারের মত এবারো অর্থমন্ত্রী মুস্তফা কামালকে বাজেট দিতে হয়েছে করোনাভাইরাস মহামারীর সঙ্কটে টিকে থাকার পাশাপাশি অর্থনীতিকে এগিয়ে নেয়ার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে। তার এবারের বাজেটের শিরোনাম- ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাাংলাদেশ’।

সংক্রমণ বাড়ছে দিন দিন। এরই মধ্যে সংক্রমণ এড়ার জন্যে এবারো স্বাস্থ্যবিধির কড়া বিধিনিষেধ এর মধ্যে বিশেষ ব্যবস্থায় চলছে বাজেট অধিবেশন।

এই সময় কক্ষে মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে সংসদ সদস্যদের বসতে হয়েছে দূরত্ব রেখে।

২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের আগের বাজেটগুলোতে উন্নয়ন খাত বরাবরই বেশি গুরুত্ব পেয়ে আসছিল।

বাজেট ২০২১/২০২২ দাম কমবে যে সব পণ্যে

  • মাইক্রোবাস, হাউব্রিড গাড়ি, কৃষি যন্ত্রপাতি দেশে তৈরি গাড়ি,
  • টেলিভিশন, এসি, এলইডি বাল্ব
  • পিপিই, মাস্ক, স্যানিটাইজার ও চিকিৎসা সরঞ্জাম
  • দেশীয় জুতা, প্লাস্টিক পণ্য, শিল্পের কাঁচামাল, খেলনা
  • দেশে তৈরি ফ্রিজ ,মাছের খাবার ও পোল্ট্রি ফিড
  • ক্যানসার ওষুধের কাঁচামাল, টাইলসের কাঁচামাল, স্টিল, সিমেন্ট

বাজেট ২০২১/২২ দাম বাড়বে যেসব পণ্যে

  • আমদানি করা স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ বডি স্প্রে, প্রসাধনী পণ্য,
  • আমদানি করা জুস, প্রসাধনী পণ্য,
  • আমদানি করা জুস, খাদ্য, মদ, সিগারেট,
  • আমদানি করা ফল, সবজি, মাশরুম, বাদাম।

তবে বিশেষজ্ঞরা জানায়, মহামারীর কারণে গেল বছর থেকে সেই ধারায় কিছুটা ছেদ পড়েছে।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!