Monday, September 16, 2024
HomeNewsশিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে ছাত্রসেনার স্মারকলিপি প্রদান

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে ছাত্রসেনার স্মারকলিপি প্রদান

“অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে শিক্ষামন্ত্রী বরাবর” বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা মহেশখালী উপজেলা শাখা।

৬ জুন (রবিবার) দুপুর ১২ টার দিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোবাইল আসক্তি, ভিডিও গেইম আসক্তি, টেলিভিশন আসক্তি, পড়ালেখা না করা ও বয়স বাড়লেও একই ক্লাসে থেকে যাওয়ায় শিক্ষার্থীদের মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন ছাত্র সেনার নেতৃবৃন্দরা বলেন, এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে স্মারক লিপি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা মহেশখালী উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি ছাত্রনেতা হাবিব উল্লাহ বোখারী, সাংগঠনিক সম্পাদক আশেকুল ইসলাম সৌরভ, ওমর ফারুক ও আব্দুল হালিম রেজভী।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!