Saturday, April 20, 2024
HomeNewsForbes 30 under 30 তালিকায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ জামিসহ ৮ বাংলাদেশি...

Forbes 30 under 30 তালিকায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ জামিসহ ৮ বাংলাদেশি তরুণ

প্রথমবারের মতো মোট নয়জন বাংলাদেশী ‘ Forbes 30 Under 30 ‘ এশিয়া তালিকায় স্থান করে নিয়েছে। ২০১১ সালে বিখ্যাত ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বসের দ্বারা চালু করা ‘Forbes 30 Under 30’- এ ত্রিশ বছরের কম বয়সী শ্যাকারদের ত্রিশটি প্রস্তাবনা এই বছর তালিকাভুক্ত করা হয়েছে।

এর মধ্যে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মোট নয়জন বাংলাদেশী তরুণ-তরুনী তাদের অসামান্য কাজের জন্য তালিকাভুক্ত হয়েছেন। এ বছর কেবল ত্রিশ বছরের কম বয়সী নয় জন বাংলাদেশী তিনটি খাতে তাদের কাজের তালিকাভুক্ত হয়েছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো,  এন্টারপ্রাইজ প্রযুক্তি, সামাজিক প্রভাব ও রিটেইল এবং ই-কমার্স।

Forbes 30 Under 30 তালিকায় স্থান পাওয়া তরুণরা হল যথক্রমেঃ


  • শেহজাদ নূর প্রিয়(২৪) ও মুসতাসিম বির রহমান (২৬), Cofounders, Gaze
  • মীর সাকিব, Founder of Cramstack
  • শমী চৌধুরী (২৬) ও রিজভী আরেফিন (২৬) Cofounders অব AWARENESS 360
  • আহমেদ ইমতিয়াজ জামি (২৭), Founder, OBHIZATRIK Foundation
  • রিজভানা হৃদিতা (২৮) ও মোহাম্মদ জাহিন রোহান রাজিন (২২), Cofounders, Hydroquo+
  • মরিন তালুকদার (২৭), Cofounder, Pickaboo

উল্লেখযোগ্য সকলেই অবদান রেখেছেন দেশের তথ্য প্রযুক্তিত, দেশি- বিদেশি NGO, ই-কমার্স সাইটে। কাজ করেছেন হত দরিদ্র মানুষ সহ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট, সায়েন্টিফিক বিশ্লেষণের মত বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার যেমন ভিজুয়াল রিকগনিশনের জন্য API তৈরি করে আসছে এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টের বিভিন্ন ফিচার যেমন spoof-proof face recognition, OCR, object recognition ইত্যাদির জন্য কাজ করে আসছে।

অপরদিকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার জন্য জামি OBHIZATRIK Foundation প্রতিষ্ঠা করেছিলেন। এখনও অবধি তার ফাউন্ডেশন, ৩৫০০ স্বেচ্ছাসেবীর সহায়তায় দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলিতে ১০ মিলিয়ন মানুষকে সহায়তা করেছে।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!