Sunday, November 10, 2024
HomeNewsমহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড;সাতটি দোকান পুড়ে ছাই

মহেশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড;সাতটি দোকান পুড়ে ছাই

মহেশখালী উপজেলার কালারমারছড়া সোনার পাড়া স্হানীয় বাসিন্দা আব্দুল হাকিমের মালিকানাধীন মার্কেটে আগুন লেগে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।

২৫ এপ্রিল (রবিবার) সকাল ৭ টা ৪৫ মিনিটের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগুন লাগার সাথে সাথে এলাকার লোকজন আগুন নিভানোর চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এসময়- আবু ছিদ্দিক ও মনজুর আলমের দুটি ফার্মেসী, কফিল উদ্দিন ও নুর কবিরের দুটি মুদির দোকান, আনছারুল করিমের একটি পানের দোকানের গোডাউন, মামুনের একটি কুলিং কর্ণার ও জুয়েলের একটি ইলেকট্রনিকের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করা হলে- তারা উপস্থিত হতে হতে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্হানীয়দের অভিযোগ- মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশন উপজেলা সদরে অবস্থিত। কালারমার ছড়া থেকে দূরত্বের কারণে দক্ষিণ প্রান্ত থেকে আসতে বিলম্ব হয় ফায়ার সার্ভিসের। এর আগেও বেশ কয়েকবার উত্তর প্রান্তে নির্দিষ্ট সময়ে সেবা দিতে পারেনি ফায়ার সার্ভিস। এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে উত্তর প্রান্তের সাধারণ মানুষ।

যদি নির্দিষ্ট সময়ে ফায়ার সার্ভিস আসতে পারত- তাহলে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। ফায়ার সার্ভিস দেরিতে আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হয়েছে।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!