Thursday, April 18, 2024
HomeNewsসিকদার পাড়া তরুণ সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ

সিকদার পাড়া তরুণ সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী পৌরসভার ঐতিহ্যবাহী সমাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘সিকদার পাড়া তরুণ সোসাইটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

২৩ এপ্রিল (শুক্রবার) সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় মহেশখালী পৌরসভার প্রায় ৩শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় হতদরিদ্র ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে এ-সব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ আব্দুল আজিজ, সহ-সভাপতি সাহেদ মোবারক, সাধারণ সম্পাদক মোহাম্মদ রবি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাকের উল্লাহ্‌, অর্থ সম্পাদকঃ হুমায়ুন কাইছার, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহিন উল্লাহ্‌,
তথ্য ও গবেষণা সম্পাদকঃ জাবেদ হাসান,
প্রচার সম্পাদক নাজেম উদ্দিন,
ক্রীড়া সম্পাদক আব্দু সাত্তার,
ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুরদাসির, দপ্তর সম্পাদকঃ আব্দু সামাদ,
আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ওসামা, মেডিক্যাল বিষয়ক সম্পাদক সাদমান শারার মাহিন, সিনিয়র সদস্য আব্দুল হাকিম, হামিদুল করিম, হুমায়ুন কবির রিফাত, নসরুল্লাহ্, কার্য নির্বাহী সদস্য মোর্শেদ আলম, নাসির উদ্দিন, আলমগীর, মিজানুর রহমান, আব্দুল গফুর, মিনহাজুর রহমান, মোহাম্মদ কমর, মোহাম্মদ তুহিন, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ সাদেক, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, খুর্শেদ আলম প্রমূখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ আব্দুল আজিজ বলেন, সিকদার পাড়া তরুণ সোসাইটিকে যারা শারীরিক এবং অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানায়, আপনারা যেন আগামীতে আমাদের পাশে থাকেন সবসময় সেটাই কামনা করি। সবার সহযোগিতাই আমরা এতো দূর আসতে পেরেছি।

উল্লেখ্য সিকদার পাড়া তরুণ সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায় হতদরিদ্র ছিন্নমূল- গরিব ও মেধাবী ছাত্র /ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ, রক্ত দান কর্মসূচি, দুর্যোগ মোকাবেলায় অসহায়দের সাহায্য, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম, মাস্ক, স্যানিটাইজার, সাবান সহ সুরক্ষা সামগ্রী বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, অসহায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে ইতিমধ্যে সকলের প্রশংসা কুড়িয়েছেন।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিষ্ঠাতা সভাপতি ডিপ্লোমা কৃষিবিদ আব্দুল আজিজ বলেন, আমাদের সংগঠনের মাধ্যমে একটি ব্লাড ডোনার কমিটি গঠন করব। মহেশখালী পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে অর্থের অভাবে পিছিয়ে যাওয়ার সম্ভবনা থাকলে তাদের পাশে দাড়াবো।

তিনি আরও বলেন, সত্যি কথা বলতে মানুষের মাঝে আসতে পারাটা, তাদের সাথে মিশতে পারাটা একটা সৌভাগ্যের বিষয়। কিছু মানুষের চিন্তা আর কিছু মানুষের সহযোগিতার হাত ধরেই সমাজে এমন কিছু বিষয় আমাদের চোখের সামনে মেলে ধরে। আমরা সিকদার পাড়া তরুণ সোসাইটি চাই একটি আদর্শ সমাজ। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!