Friday, May 3, 2024
HomeNewsকোরবানির মাংস নিয়ে জের;মহেশখালীতে একই পরিবারের ৪ জনের বিষপান

কোরবানির মাংস নিয়ে জের;মহেশখালীতে একই পরিবারের ৪ জনের বিষপান

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বীপ উপজেলা মহেশখালীতে কোরবানী মাংস নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির জের ধরে একই পরিবারের ৪ জনের বিষপানের খবর পাওয়া গেছে।

এতে মায়নুর (১৪ মাস) নামক শিশুর মৃত্যু হয়েছে।

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পবিত্র ঈদ-উল আযহার দিন ২১ জুলাই (বুধবার) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহী পাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়ীতে ঘটনাটি ঘটে।

সূত্রে জানা যায়, ইয়ার মোহাম্মদে বোনের বাসা থেকে কোরবানীর মাংস দেওয়া হলে, তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই স্বামীর সাথে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মাইনুর (১৪ মাস) ছেলে-মেয়েকে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ পান করেছেন মা মুরশেদা আক্তার।

পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনে গিয়ে দেখে, দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোন খবর না পেলে তারা দরজা ভেঙ্গে প্রবেশ করে। চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়।

সেখানে মাইনুরকে মৃত ঘোষণা করা করেন চিকিৎসক।

বাকিদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় এমইউপি সদস্য জকরিয়া।

এ বিষয়ে মহেশখালীর থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, কোরবানী মাংসের জের ধরে একটি পরিবারের সবাই বিষপানের খবর পেলে আমি সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করি।
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!