Thursday, March 28, 2024
HomeSportsইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে আবারও সেভেন আপের দেখা

ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে আবারও সেভেন আপের দেখা

ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবল বিশ্ব আরেকটি সেভেন আপের দেখা পেলো। ইংলিশ প্রিমিয়ার লীগে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয় গত  মৌসুমের চ্যাম্পিয়ন দ্য রেড খ্যাত লিভারপুল। প্রতিপক্ষের মাঠে সাত গোল দিয়ে রেকর্ড গড়লো জর্গিন ক্লপের দল।

ইংলিশ প্রিমিয়ার লীগ এ ম্যাচের তৃতীয় মিনিটেই ত্যাকুমির গোলে এগিয়ে যায় লিভারপুল। দারুণ সব পাসে যখন প্যালেসের নাকানিচুবানি অবস্থা তখন ৩৫ মিনিটের মাথায় আরেকটি চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন সেনেগালের খেলোয়াড় সাদিও মানে। দুইটি করে গোল পেয়েছেন যথাক্রমে  ব্রাজিলের ফিরমিনো এবং মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ম্যাচের ৪৪ এবং ৬৮ মিনিটে গোল দুটি করেন ফিরমিনো। ৫২ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মিডফিল্ডে খেলা হেন্ডারসন।  মানের বদলি হিসাবে নেমেই ৬৮ মিনিটে একটা এসিস্ট করেন সালাহ। এরপর ৮১ মিনিটের মাথায় আলেক্সান্ডার এরনল্ডের কর্ণার কিক থেকে দারুণ হেডে গোল করেন সালাহ। তিন মিনিট পরেই ডি বক্সের বাইরে বা দিক থেকে দারুণ এক শটে আরেকটি দারুণ গোল খুঁজে নেন সালাহ। এর পরে তার বিখ্যাত সেজদাহ দিয়ে উদযাপন করেন গোল। এর মধ্যেই ফুটবল ইতিহাসে ঘটে গেলো আরেকটি সেভেন আপ।

‘সেভেন আপ’ ধারণাটা ব্যাপকভাবে ভাইরাল হয় ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিল যখন জার্মানির কাছে ৭ গোলে হেরে গিয়েছিলো।

Related News

2 COMMENTS

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!