Thursday, March 28, 2024
HomeSportsউদ্বোধন হতে যাচ্ছে সাকিব এর স্বপ্নের ক্রিকেট একাডেমি।

উদ্বোধন হতে যাচ্ছে সাকিব এর স্বপ্নের ক্রিকেট একাডেমি।

সাকিব এর অনেক দিনের স্বপ্ন তিনি দেশে একটা ক্রিকেট একাডেমি গড়ে তুলবেন। নিজে যে ভোগান্তির স্বীকার হয়েছেন তা ভবিষ্যৎ প্রজন্মের ও হোক তা তিনি চান না। এই একাডেমি হওয়ার কথা চলছে অনেক দিন আগে থেকেই। এবার সেই স্বপ্ন বাস্তবে রুপান্তর হতে চলেছে। তার ক্রিকেট একাডেমিতে কি নেই বলা যায়, কিন্তু কি আাছে তা বলা যায় না। বিশ্বের সকল প্রযুক্তির চোয়ায় গড়ে উঠেছে বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমি। সাকিব আল হাসানের  সহযোগিতায় রয়েছে মাসকো গ্রুপ।
ভিডিও ফুটেজে সাকিব তার একাডেমিকে দেখতে আসলে আমেরিকা বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমির মতো দেখায়, কিন্তু আসলে তা হলো বাংলার প্রাণ বাংলার জান সাকিব আল হাসানের গড়া একটা ঐতিহ্যের ক্রিকেট একাডেমি। যেখানে রয়েছে সব ধরনের আধুনিকতার চোয়া।আগেই বলেছি এই ক্রিকেট একাডেমিতে কি আছে তা বলার চেয়ে কি নেই বলা যাবে।
টাকাই তার কাছে সব কিছু,  টাকার জন্য তিনি সব কিছু করতে পারেন, ক্যারিয়ার জুড়ে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনার ঝড় বয়েছে!!!
সত্যি কি সাকিব আল হাসান এমন? সামাজিক দায়বদ্ধতা থেকে কিছুই কি করেন নি? সমালোচনা আছে ঠিকই!  কিন্তু বাস্তবিক অর্থে সাকিব আল হাসান তা থেকে অনেক ভিন্ন।
করোনা পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাড়িয়েছেন অনেকবার।কিন্তু এবার যা করছেন তা সবকিছুকে ছাড়িয়ে যাওয়ার মতোই!১৬ বিঘা জমির উপর গড়ে উঠেছে এই ক্রিকেট একাডেমি। জিমনেসিয়াম থেকে শুরু করে ভার্চুয়াল বোলিং মেশিন সহ আউটডোর ইনডোর সুবিধার পাশাপাশি বিশ্বমানের আবাসিক হোস্টেল তার এই একাডেমিতে।
সাকিব
সাকিব
মাসকো ক্রিকেট একাডেমির পৃষ্ঠপোষক,  এম এ সবুর বলেন,
সে আমাকে অনেক দিন ধরেই বলে আসতেছেন,  আংকেল একটা ক্রিকেট একাডেমি করেন। আমি বলেছি তাতে তো ভালোই।এতে আমাদের ক্রিকেটেরই মঙ্গল হবে। তিনি আরো বলেন, আমাদের ক্রিকেট একাডেমিতে রয়েছে সব ধরনের আধুনিক ব্যবস্থাপনা রয়েছে। তিনি বলেন, মোটামুটি বলতে গেলে সেকেন্ড হওয়ার জন্য কোনো কিছু করা হচ্ছে না, সব কিছু ফার্ষ্ট হওয়ার জন্যই করা হচ্ছে।এতে রাখা হয়েছে বিসিবি গ্রাউন্ডের কিছু কর্মচারী ও।
ফেব্রুয়ারীতে পুরো দমে চালু হওয়ার কথা রয়েছে, তবে জানুয়ারীতে আংশিকভাবে চালু করতে চান তারা।
টাইগার ক্রিকেট যেন মেধা শূন্য না হয়,পথ হারা না হয় সেই জন্যে তৈরী করতে চান ভবিষ্যতের ক্রিকেটার।
একাডেমীটির পরিচালনায় থাকবে সাকিব নিজেই আর কোচ হিসেবে থাকবেন দেশ সেরা এই অলরাউন্ডারের গুরু সালাহ উদ্দিন।
এই একাডেমি থেকেই হাজারো সাকিব উঠে আসুক এমনটাই চাওয়া কোটি ক্রিকেট ভক্তদের।
Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!