Home Sports PSL এ ডাক পেলো নতুন মুখ লিটন সহ তিন বাংলাদেশি ক্রিকেটার

PSL এ ডাক পেলো নতুন মুখ লিটন সহ তিন বাংলাদেশি ক্রিকেটার

0
psl
লিটন কুমার দাশ
আগামী ২রা জুন থেকে শুরু হতে যাওয়া PSL এর স্থগিত আসরে ভিন্ন-ভিন্ন দলের হয়ে মাঠে দেখা যাবে বাংলাদেশের ৩ ক্রিকেটারকে।
পাকিস্তান সুপার লীগ ( PSL ) এর এবারের আসরটি ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ২০ জুন ২০২১ এ শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু খেলোয়াড়দের মধ্যে করোনাভাইরাস হানা দেওয়ায় গত ১৪ মার্চ টুর্নামেন্টের ১৫ তম ম্যাচ চলার পর  টুর্নামেন্ট স্থগিত করা হয়।
উক্ত স্থগিত টুর্নামেন্ট আগামী ২রা জুন থেকে মাঠে গড়ার কথা থাকলেও দলগুলো পাচ্ছে না তাদের সকল বিদেশি খেলোয়াড়দের। তাই নতুন করে বিদেশি খেলোয়াড় নিলামের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।
খেলোয়াড় নিলামের এই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে সাকিব-তামিমসহ ছয় জন খেলোয়াড় ফর্ম পূরণ করলেও দল পেয়েছেন মাত্র তিন জন।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলমান আইপিএলে খেলা সাকিবকে মাঠে দেখা যেতে পারে লাহোর কালান্দার্সের জার্সিতে। এর আগেও করাচি কিংস ও পেশাওয়ার জালমি দলের হয়ে বেশ ক’বার পিএসএল খেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। সাকিব ছাড়াও লাহোর দলে ভিড়িয়েছে জেমস ফকনার, জো বার্নস, ক্যালাম ফার্গুসন ও সিকুগে প্রসন্নকে।
পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি তিন ক্রিকেটার
এর আগের আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে এবার দলে ভিড়িয়েছে মুলতান সুলতানস।
তাছাড়া দ্বিতীয়বারের মতো দেশের বাইরে কোনো টুর্নামেন্টে দল পাওয়া লিটন দাশ খেলবেন করাচি কিংসের হয়ে। সব কিছু ঠিক থাকলে করাচি কিংসের উইকেটরক্ষক হিসেবে দেখা যেতে পারে ২০১৯ সালে জ্যামাইকা তালাহওয়াহসের হয়ে সিপিএলে খেলা এই কিপার-ব্যাটসম্যানকে। সাকিবের সাবেক এই দল আরও নিয়েছে মার্টিন গাপটিল, নাজিবউল্লাহ জাদরান ও থিসারা পেরেরাকে।
মাহমুদউল্লাহর সাবেক দল কোয়েটা ডেকেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে।
তবে দল পাননি দেশ সেরা ওপেনার তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাব্বির রহমানরা।
আগামী জুনে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। আবার সেই সময়েই মাঠে গড়াবে পিএসএল। খেলোয়াড়েরা পিএসএল খেলার অনুমতি দেওয়ার ক্ষেত্রে কতটা সদয় হবে বিসিবি? সেই প্রশ্ন এখন ক্রীড়াঙ্গনে।
পিএসএল খেলার জন্য আগামী ২৩ মে থেকে ৭ দিন কোয়ারেন্টিনে থাকা লাগবে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে।

error: Content is protected !!
Exit mobile version