Home Education JUSC গণিত অলিম্পিয়াড;চ্যাম্পিয়ন মহেশখালীর হিশাম

JUSC গণিত অলিম্পিয়াড;চ্যাম্পিয়ন মহেশখালীর হিশাম

0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব (JUSC) কর্তৃক আয়োজিত 7th JUSC Match Olympiad এ সারা বাংলাদেশে “পঞ্চম স্থান” অর্জন করেছেন দ্বীপ উপজেলা মহেশখালীর কৃতি সন্তান মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ওয়াসিউল ইসতিয়াক হিশাম।

ওয়াসিউল ইসতিয়াক হিশাম উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা গ্রামের বাসিন্দা কলিম উল্লাহ ও মোহছেনা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র। তাঁর বাবা কলিম উল্লাহ্ বেসরকারি কর্মকর্তা
মাতা মোহছেনা বেগম ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গতরাতে হিশামের সঙ্গে এ-ই প্রতিবেদকের কথা হয়। তখন সে তাঁর এক প্রতিক্রিয়ায় বলেন, আসলে প্রাথমিক বিদ্যালয়ে গণিতের প্রতি তেমন বেশি আকর্ষণ ছিল না বললেই চলে। (বলা চলে একজন অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে যতটুকু জ্ঞান থাকা দরকার, তাই ছিল আমার)। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতাম না কারণ তখনো প্রতিযোগিতা পূর্ণ মনোভাব আমার মাঝে তৈরি হয়নি এবং গণিতেও তেমন কোনো বিশেষ দক্ষতা ছিল না।

অষ্টম শ্রেণীতে যখন জিপিএ-৫ হাতছাড়া হয়ে যায় তখন-ই ভাবলাম একটু ভিন্নভাবে শুরু করতে হবে এবং তখন-ই আমার মাঝে প্রতিযোগিতা পূর্ণ মনোভাব সৃষ্টি হয়। বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন জটিল বিষয়ের সাথে পরিচয় ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর থেকে সবকিছু নতুনভাবে শুরু করলাম। ভাবলাম সময় হয়েছে নিজেকে পরিবর্তনের। নিজেকে বুঝালাম, ভাবলে চলবে না আমি একজন গ্রামের ছাত্র; প্রতিযোগিতা থাকতে হবে শহরের সেই স্বর্ণপদক বিজয়ী ছাত্রের সাথে। এরপর নবম শ্রেণীতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অনুপ্রেরণা যুগিয়েছে নিজেকে প্রমাণ করার।

সে আরও বলেন, যদি শুধু গণিতের কথা-ই বলি, তাহলে বলা চলে নবম-দশম শ্রেণীর পাঠ্যবইয়ের গণিতের উপর আমার বিশেষ দক্ষতা ছিল;একটি গাণিতিক সমস্যার বিভিন্ন প্রকার সমাধান উপস্থাপন করতে পারতাম এবং অনেক জটিল সমস্যা নিমিষেই সমাধান করতে পারতাম।

উল্লেখ্য, ২০১৯ সালের পর থেকে উপজেলা পর্যায়ে যেসব প্রতিযোগিতা আয়োজন করা হয়, প্রায় বেশির ভাগই প্রতিযোগিতায় বিজয়ী হতেন হিশাম।

২০১৮ ও ২০১৯ সালে আয়োজিত শেখ রাসেল গণিত উৎসবে পরপর দুবার স্বর্ণপদক পান। ২০২০ সালে করোনা মহামারীর মধ্যেও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় কক্সবাজার জেলায় প্রথম স্থান অর্জন করেন, চট্টগ্রাম বিভাগে তৃতীয় স্থান এবং বিজ্ঞান অলিম্পিয়াডে কক্সবাজার জেলায় প্রথম স্থান অর্জন তিনি।

সর্বশেষ ২০২১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত 7th JUSC Match Olympiad প্রতিযোগিতায় সরাদেশে পঞ্চম স্হান অধিকার করেন।

প্রাপ্ত তথ্য মতে, উক্ত প্রতিযোগিতায় ১ম, ২য় ও সর্বশেষ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

১ম ও ২য় রাউন্ডে গণিতের উপর লিখিত পরীক্ষা হয়। ফাইনাল রাউন্ডে গণিতের বিভিন্ন বিষয়ের উপর ভাইবা নেওয়া হয় অনলাইনে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে)।

error: Content is protected !!
Exit mobile version