Home Education পুরো মহেশখালী জুড়ে চলছে পাঠ উৎসব – প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে ওয়ার্কশীট

পুরো মহেশখালী জুড়ে চলছে পাঠ উৎসব – প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে ওয়ার্কশীট

0
পুরো মহেশখালী জুড়ে চলছে পাঠ উৎসব - প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে ওয়ার্কশীট
বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশীট বিতরণকালে বড় মহেশখালী ফকিরা কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস শিউলি।

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে যাতে ব্যাঘাত না ঘটে, সেই বিষয় মাথায় রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হাতে নিয়েছে ওয়ার্কশীট বিতরণ কার্যক্রম।

মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকের হোসেন ও সচিবের নির্দেশে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক প্রণীত সপ্তাহিক ওয়ার্কশীট বিতরণ চলছে পুরো মহেশখালীতে।

গত মাসের শেষের দিকে সারাদেশের ন্যায় মহেশখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এই ওয়ার্কশীট বিতরণ করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ।

প্রকট রোদে, কিংবা বৃষ্টি বাদলের দিনেও বাড়ি বাড়ি গিয়ে এই ওয়ার্কশীট বিতরণ কার্যক্রম করায় শিক্ষকদের/শিক্ষিকাদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। তেমনিভাবে একপ্রকার পাঠ উৎসব শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝেও।

দীর্ঘদিন পর শিক্ষার্থীদের মাঝে এই ওয়ার্কশীট বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক মহল সহ সংশ্লিষ্টরা। প্রাথমিক বিদ্যালয়ের এই কার্যক্রম ফলপ্রসূর এবং শিক্ষার্থীদের পড়ার অভ্যাস পুনরায় ফিরে আসবে বলেও মনে করছেন সচেতন মহল।

মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মহেশখালীতে অনলাইন ও অফলাইনে শিক্ষার্থীদের মাঝে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশা করছি শিক্ষার্থীরা দীর্ঘদিন পর তাদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের তত্বাবধানে পড়তে পেরে খুব খুশি হবে”।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ” প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রণীত ওয়ার্কশীট সকল শিক্ষার্থীদের মাঝে পৌঁছানোর লক্ষ্যে সকল শিক্ষকদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। আশা করছি শিক্ষার্থীরা এই ওয়ার্কশীট পড়ার মাধ্যমে পাঠ্য অভ্যাস ধরে রাখবে”।

সরেজমিন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, অনেকদিন পর শিক্ষার্থীদের সংস্পর্শে এসে তাদের হাতে ওয়ার্কশীট বিতরণ ও পড়া বুঝে দিতে পেরে প্রশান্তি পেয়েছেন তারা।

কোমলমতী শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা অর্জনের বিষয়টি মাথায় রেখে দ্রুত সময়ে বিদ্যালয়ে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

error: Content is protected !!
Exit mobile version