Home News কলেজ শিক্ষক রানার কোচিং বাণিজ্য ও কম্পিউটার ট্রেনিং

কলেজ শিক্ষক রানার কোচিং বাণিজ্য ও কম্পিউটার ট্রেনিং

0
কলেজ শিক্ষক রানার কোচিং বাণিজ্য ও কম্পিউটার ট্রেনিং
কলেজ শিক্ষক রানার কোচিং বাণিজ্য ও কম্পিউটার ট্রেনিং

দ্বীপ উপজেলা মহেশখালীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের নাকের ডগায় চলছে কোচিং সেন্টার। করোনা তান্ডবে যেখানে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেখানে মহেশখালী কলেজের আইসিটি শিক্ষক আবু ছরওয়ার রানার কম্পিউটার ট্রেনিং সেন্টারে চলছে কোচিং বাণিজ্য।

স্থানীয় সুত্রে জানা যায়, মহেশখালী আদালত সড়কের সামনে একটি বাড়ির নীচতলা ভাড়া নিয়ে কলেজ শিক্ষক রানা সহ কয়েকজন যৌথভাবে গড়ে তুলেছেন একটি Computer Training সেন্টার।

কলেজে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের শিক্ষক হওয়ার সুবাধে দেশের এই করোনাকালীন সময়ে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করে প্রাইভেট পড়তে নানা ভাবে শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করেন বলে বিভিন্ন শিক্ষার্থীরা অভিযোগ করেন।

যার কারনে বাধ্য হয়ে শিক্ষার্থীরা প্রাইভেট পড়েন সেখানে।

এই বিষয়ে জানতে কলেজ শিক্ষক রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান-

তিনি Computer Training এর নন। তিনি ঐ ট্রেনিং সেন্টারের উদ্যোক্তা। করোনাকালীন Computer Training করান কিনা সেই বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি এবং তাদের ট্রেনিং সেন্টারে দেখা করতে বলে ফোন কেটে দেন।

উক্ত বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, করোনাকালীন সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার বিধি নিষেধ রয়েছে ৷

অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Computer Training Course তিনি আদৌ সেখানে করান কিনা সে বিষয়ে লোকের বিভিন্ন মত রয়েছে। সরকারি কম্পিউটার ট্রেনিং সেন্টার এর নাম ভাঙ্গিয়ে তিনি এলাকায় বলে বেড়ান তিনি কোর্স শেষে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দিবেন। যুব উন্নয়ন প্রশিক্ষণ দিবেন।

এছাড়া আলোচিত কলেজ শিক্ষক ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ এর পলাশ এর মত বিভিন্ন নারী কেলেঙ্কারী তার কম্পিউটার ট্রেনিং সেন্টারের নাম দিয়ে করে থাকে।

কলেজ শিক্ষক রানা সরকারি কম্পিউটার ট্রেনিং সেন্টারের অনুমোদন কিভাবে নিতে হয় সে বিষয়েও কোনো আইডিয়া রাখে কিনা এলাকার মানুষের মনের প্রশ্ন।

error: Content is protected !!
Exit mobile version