Home Sports ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানি, আর্জেন্টিনার ইতালি Brazil-Germany Argentina-Italy

ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানি, আর্জেন্টিনার ইতালি Brazil-Germany Argentina-Italy

0

ক্রীড়া প্রতিবেদকঃ

রাশিয়া ২০১৪ সালের বিশ্বকাপের সময় ব্রাজিলকে ৭-১ গোলে হারায় জার্মানি।

আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয়ের স্মৃতি। আরো বেশি করে হানা দিচ্ছে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলে হারের লজ্জা, অপমান এবং কান্না৷

জাপানের রাজধানী টোকিওতে বসছে অলিম্পিকের এবারের আসর। এই প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিসহ পরাশক্তিরা।

এবারের অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। চলতি মাসের ২২ জুলাই অনুষ্ঠিত হবে ব্রাজিল-জার্মানি ম্যাচটি (Brazil-Germany). এদিন মাঠে নামবে আর্জেন্টিনাও।

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০১৬ রিও অলিম্পিকের (Olympics) দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি। গতবার ছয় দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জার্মানিকে হারিয়েই সোনার পদক জেতে ব্রাজিল।

২০১৬ সালের অলিম্পিক দলে অবশ্য নেইমার ছিলেন। এবার আর তিনি নেই। ব্রাজিল দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন দানি আলভেজ।

চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। ‘ডি’ গ্রুপে ব্রাজিল ও জার্মানির বাকি দুই প্রতিপক্ষ আইভেরিকোস্ট ও সৌদি আরব।

উল্লেখ্য, অলিম্পিকে মূলত অনূর্ধ-২৪ দলের খেলা হয়। তবে প্রতিটি দলে সর্বোচ্চ ৩ জন ২৩ বছরের বেশি বয়সের খেলোয়াড় খেলতে পারেন।

ব্রাজিলের অলিম্পিক স্কোয়াডঃ-
গোলরক্ষক: সান্তোস, ব্রেনো।

ডিফেন্ডার: ডানি আলভেস, গ্র্যাবিয়ের মেনিনো, গুইলহারেমে আরানা, গ্যাবিয়েল মাগালহায়েস, নিনো, দিয়েগো কার্লোস।

মিডফিল্ডার: ডগলাস লুইজ, ব্রুনো গুইমারায়েস, জারসন, ক্লডিনহো, ম্যাথুস হেনরিক।

ফরোয়ার্ড: ম্যাথুস কুনহা, ম্যালকম, এন্টনি, পলিনহো, পেড্রো।

এদিকে সদ্য নিজেদের মহাদেশে শিরোপার খেতাব অর্জন করে নিয়েছে ইতালি এবং আর্জেন্টিনা। এবার তারা একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে পারে। (Argentina-Italy)

‘সুপার কাপে’ মহাদেশীয় সেরাদের লড়াইয়ে লিওনেল মেসির নেতৃত্বাধীন লা আলবিসেলেস্তের মুখোমুখি হতে পারে জর্জিও চিয়েলিনির আজ্জুরিরা। (Euro football champions) vs (Copa America champions)

নিউইয়র্ক টাইমসের তারিখ পাঞ্জার মতে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল এবং উয়েফার মধ্যে এই নিয়ে বেশ কিছু সময় কথাবার্তা চলার পর এখন প্রায় সিদ্ধান্ত পাকা হওয়ার পথে।

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কর্মক্ষেত্র নেপলস এই ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী থাকতে পারে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশপাশি নাপোলির হয়ে ইতিহাস রচনা করে দলকে জেতানোর জন্য আজও বন্দর শহরে কার্যত পূজিত হন ম্যারেডোনা।

সেই কারণেই দুই দলের ম্যাচ ইতালির এই শহরে করার পরিকল্পনা করা হচ্ছে বলে শোনা গেছে। তবে মহাদেশীয় সেরাদের মধ্যেকার ম্যাচের পরিকল্পনা নতুন তো নয়ই, বরং বেশ পুরনো।

বহু বছর ধরে পৃথিবীর নানা মহাদেশের খেতাব জয়ী দলগুলি কনফেডারেশন কাপে একে অপরের মুখোমুখি হত। ২০১৭ সালেও এমনটা দেখা গেছে।

সেইবার জার্মানি কনফেডারেশন কাপের খেতাব জিতে নেয়। তবে এরপরেই টুর্নামেন্টটি আর আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই টুর্নামেন্ট চালু না হলেও সুপার কাপের মতো একটি ম্যাচে দুই সবচেয়ে শক্তিশালী ফুটবল মহাদেশের সেরা দুই দল একে অপরের মুখোমুখি হতে পারে।

তবে ফুটবলের ব্যস্ত সূচির জন্য ও করোনার কথা মাথায় রেখে এখনই সেই ম্যাচ করা সম্ভব নয়। সম্ভবত ২০২২ কাতার বিশ্বকাপের আগে কোন সময়েই এই ম্যাচ আয়োজিত হতে পারে।

error: Content is protected !!
Exit mobile version