Home Education (Bangla) বাংলা কবিতাঃ দ্বি-অমরাবতী

(Bangla) বাংলা কবিতাঃ দ্বি-অমরাবতী

0
রমনা বটমূল,রমনার বটমূল,ছায়ানট,কী আঁচল বিছায়েছ বটের মূলে,ছায়ানট রমনাপার্ক পহেলা বৈশাখ,কাকাতোয়া,কী ছায়া গো,পান্তা-ইলিশ,আমি নয়নজলে ভাসি,ঢাকা চিড়িয়াখানা,জীবন আমার ধন্য যে হায় জন্ম আমার বাংলা মায়ের কোলে,বাংলা মায়ের কোলে,বিমান কিভাবে চালায়,মিরপুর চিড়িয়াখানা,তোর বদনখানি মলিন হলে,আরে ও আমার দরদী আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না,আমি বাংলা মায়ের ছেলে,সিরনি খাওয়ার লোভ যা আছে,আমরা দুইজন এক গায়ে থাকে,পাইলট কিভাবে বিমান চালায়,মায়ের তুলনা কি আর ধরণীতে মিলে,আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
ফাইল ছবি
দ্বি-অমরাবতী
                     জজাউল এহেসান
যদি আমি কোনো দিনও হারিয়ে যায়,
খুঁজে নিও বাংলার(Bangla) হেলালি-সুধায়
যদি আমি কোনো দিনও হারিয়ে যায়,
খুঁজে নিও তবে ব্যােমের-সেতারায়।
যদি আমি কোনো দিনও না আসি ফিরে,
খুঁজে নিও বাংলার(Bangla) পাথার ও তীরে।
যদি আমায় নাহি দেখ আর ঐ নীড়ে,
খুঁজে নিও তাহলে ঐ মলয়া-সমীরে।
যেতে নাহি চায় মন বাংলাকে ছেড়ে,
রয়ে যেতে চায় মন স্বদেশের প্রেমে।
সার্থক,এই হেম-বঙ্গে জন্মে আমি,
মনে হয় পেয়েছি দ্বি-অমরাবতী।
যদি আমি কোনো দিনও হারিয়ে যায়,
খুঁজে নিও বাংলার কুহেলি-বেলায়।
যদি আমি কোনো দিনও হারিয়ে যায়,
খুঁজে নিও তবে ঐ গোধূলি-বেলায়।
যদি আমি কোনো দিনও না আসি ফিরে,
খুঁজে নিও বাংলার ছায়া-বটমূলে
যদি আমায় নাহি দেখ আর ঐ নীড়ে,
খুঁজে নিও তাহলে হরিৎ-প্রকৃতিতে।
যেতে নাহি চায় মন বাংলাকে ছেড়ে,
রয়ে যেতে চায় মন স্বদেশের প্রেমে।
সার্থক,এই হেম-বঙ্গে জন্মে আমি,
মনে হয় পেয়েছি দ্বি-অমরাবতী।

error: Content is protected !!
Exit mobile version