Home News ১৮ বছরের উর্ধ্বে শিক্ষার্থীদের NID নিবন্ধন চলছে

১৮ বছরের উর্ধ্বে শিক্ষার্থীদের NID নিবন্ধন চলছে

0

বিশেষ প্রতিনিধিঃ

দেশের সকল পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ কলেজ পড়ুয়া যে সকল শিক্ষার্থীরা NID কার্ড না থাকায় COVID-19 ভ্যাকসিনের আবেদন করতে পারছেনা, তাদের কে অবশ্যই পেশা হিসেবে ছাত্র/ছাত্রী উল্লেখ করে দ্রুত ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে অনলাইনে ভোটার আবেদন ফরম ও সাথে বিশেষ ফরম পূরণ করে স্ব স্ব উপজেলার নির্বাচন অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের NID উইং থেকে পাওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়াও নিজেরা স্মার্টফোন থেকেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে।

যেভাবে অনলাইনে আবেদন করবেনঃ

নির্বাচন কমিশনের এই লিঙ্কে (https://services.nidw.gov.bd/nid-pub/register-account ) প্রবেশ করে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনে নতুন ভোটারের আবেদন করতে যা যা প্রয়োজনঃ

১. অনলাইন জন্ম নিবন্ধন সনদ,
২. পিতা-মাতার এনআইডি কার্ড,
৩. সার্টিফিকেট,
৪. মোবাইল নং,
৫. রক্তের গ্রুপ, ৬. হোল্ডিং নং।

আবেদনপত্রের সাথে যা যা সংযুক্ত করতে হবেঃ

১. অনলাইন জন্ম নিবন্ধন কপি,
২. পিতা-মাতার NID কার্ডের ফটোকপি,
৩. বড় ভাই/বোন, চাচা/ফুফির NID কার্ডের ফটোকপি,
৪. ছবিযুক্ত জাতীয় সনদপত্র,
৫. রোহিঙ্গা নয় মর্মে স্হানীয় ইউনিয়ন পরিষদ/পৌর মেয়র কর্তৃক প্রত্যয়ন,
৬. বিদ্যুৎ/গ্যাস বিল আদায়ের রশিদ,
৭. হোল্ডিং ট্যাক্স/কর আদায়ের রশিদ
৮. বসতবাড়ির খতিয়ানের ফটোকপি,
৯. সার্টিফিকেটের ফটোকপি।

বিঃদ্রঃ সকল কাগজপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক সত্যায়িত।

আবেদন লিঙ্ক : (https://services.nidw.gov.bd/nid-pub/register-account)

আবেদন কপির পিডিএফ ফরম প্রিন্ট করে সাথে বিশেষ ফরম পূরণ করে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র এবং ওয়ার্ড মেম্বারের/কাউন্সিলর সাক্ষর সহ আবেদন ফরম নিকটস্থ উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে।

পরবর্তী সময়ে যাচাই-বাছাই কর্যক্রম থেকে মোবাইল এসএমএস’র মাধ্যমে আপনার ছবি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ ও সাক্ষরের জন্য ডাকা হবে।

error: Content is protected !!
Exit mobile version