Home News যথাযোগ্য মর্যাদায় মহেশখালীতে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন

যথাযোগ্য মর্যাদায় মহেশখালীতে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন

0

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

আজ বিশ্ব শিক্ষক দিবস, শিক্ষকদের অবদানকে স্মরণ করে রাখার জন্য ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস।

জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।
তারই ধারাবাহিকতায়

“সত্য, সুন্দর ও একতাই; আলোকিত জাতি গড়তে চাই” এ শ্লোগান কে ধারণ করে ও “বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন, করতে হবে জাতীয়করণ”

এ দাবি নিয়ে মহেশখালীতে পালিত হয়েছে- ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২১’

সারা বিশ্বের ন্যায় ‘জাতীয় শিক্ষক দিবস’ কে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আড়ম্বরার সাথে পালন করছে মহেশখালী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমবায় সমিতি।

০৫ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে মহেশখালী উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ চত্বরে শেষ।

পরে মহেশখালী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমবায় সমিতির সভাপতি মাষ্টার মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন ইলাহির সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।

আলোচনা সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহ্ফুজুর রহমান, এসময় বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল করিম, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম আবু হায়দার, হোয়ানক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার মীর কাশেম বিএ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল।

এসময় অন্যন্যদোর মধ্যে বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমবায় সমিতির উপদেষ্টা মাষ্টার রুহুল আমিন বিএবিএড, মহেশখালী মাদ্রাসা সাধারণ শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার শওকত ওসমান বিপিএড, কুতুবজুম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মকসুদ মিয়া, হোয়ানক আদর্শ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক জাফর আলম, পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু ব্রজ গোপাল ঘোষ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ সহ অন্যান্যরা।

error: Content is protected !!
Exit mobile version