Friday, April 26, 2024
HomeIslamicমুহাদ্দিস হতে হলে যে চারটি বিষয় খেয়াল রাখতে হবে

মুহাদ্দিস হতে হলে যে চারটি বিষয় খেয়াল রাখতে হবে

قال الامام البخارى رحمه الله تعالى: لا يصير الرجل محدثا حتى يكتب اربعا مع اربع فى اربع عند اربع باربع على اربع لاربع ولا تتم هذه الاشياء الا باربع هى من كسبه مع اربع هى من عطاء الله تعالى واذا تمت هذه الاشياء سهل الله عليه اربع بالصبر على اربع فاذا صبر عليه جازاه الله باربع فى الدنيا واصابه الله تعالى فى الاخرة باربع……..

অর্থ ও ব্যাখ্যাঃ قال الامام البخارى رحمه الله تعالى: لا يصير
الرجل محدثا حتى يكتب اربعا
অর্থাৎ হযরত ইমাম বুখারী রহ. বলেন, কোন ব্যক্তি মুহাদ্দিস হওয়ার জন্য তাকে চারটি বিষয় লিখতে হবে,
১.রাসুল (স.) এর বাণী
২.সাহাবায়ে কেরামের বাণী
৩.তাবেয়ীদের বাণী
৪.উলামায়ে কেরামদের বাণী।

مع اربع
অর্থাৎ তাদের ব্যাপারে চারটি বিষয় জানা থাক্তে হবে,
১.তাদের নাম
২.উপাধি
৩.বসবাস স্থান
৪.যুগ।

فى اربع
অর্থাৎ চার অবস্থায় লিখতে হবে,
১.শৈশব কালে
২.কিশোর কালে
৩.যৌবন কালে
৪.বৃদ্ধ কালে।

عند اربع
অর্থাৎ চার অবস্থায় লিখতে হবে,
১.গরীব অবস্থায়
২.ধনী অবস্থায়
৩.ব্যস্থতায়
৪.অবসর অবস্থায়।

باربع
অর্থাৎ চার জায়গায় লিখতে হবে,
১.সাগরে
২.পাহাড়ে
৩.শহরে
৪.মরুভূমিতে।

على اربع
অর্থাৎ চার জিনিসের উপর লিখতে হবে,
১.পাথরের উপর
২.শামুকে
৩.হাড়ে
৪.চামড়ায়।

لاربع
অর্থাৎ চার উদ্দেশ্যে লিখতে হবে,
১.আল্লাহ তায়ালার সন্তুস্টি অর্জন
২.আমল করা
৩.সংরক্ষণ করা
৪.প্রচার-প্রসার করা।

ولا تتم هذه الاشياء الا باربع هى من كسبه
অর্থাৎ এই চারটি বিষয় লিখা সম্পূর্ণ হবেনা নিজ চেষ্টায় চারটি বিষয় অর্জন করা ব্যতীত,
১.ভাষা শিখা
২.লিখা
৩.ইলমে নাহু
৪.ইলমে ছরফ।

مع اربع هى من عطاء الله تعالى
অর্থাৎ চারটি বিষয় আল্লাহর পক্ষ থেকে,
১.লোভ
২.মুখস্থ বিদ্ধা
৩.সুস্থতা
৪.শক্তি।

واذا تمت هذه الاشياء سهل الله عليه اربع
অর্থাৎ এই চারটি বিষয় যখন পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ পাক তাহার উপর চারটি বিষয় সহজ করে করে দিবেন,
১.পরিবারের সমস্যা
২.সন্তানের সমস্যা
৩.নিজের সমস্যা
৪.রাস্ট্রীয় সমস্যা।

بالصبر على اربع
অর্থাৎ চারটি বিষয়ের উপর ধৈর্য্য ধরার মাধ্যমে, ১.বন্ধুদের গালিগালাজ করা
২.শত্রুর মন্দ বর্ণনা করা
৩.অজ্ঞদের নিন্দা করা
৪.জ্ঞানীদের হিংসা করা।

فاذا صبر عليه جازاه الله باربع فى الدنيا
অর্থাৎ সে যদি এই বিষয়গুলোর উপর ধৈর্য্য ধারন করে তাহলে আল্লাহ পাক তাকে চারটি পৃথিবীতে বদলা দিবেন,
১.ঈমানের ভয়
২.অল্পে তুষ্টি
৩.ইলমের স্বাদ
৪.চিরজীবি।

واصابه الله تعالى فى الاخرة باربع
অর্থাৎ তাকে আখিরাতেও চারটি জিনিস দেওয়া হবে,
১.আরশের ছায়া
২.হাউজে কাউছারের পানি
৩.সুপারিশ করার অধিকার
৪.নবীগণের সাথে সর্বোচ্চ স্থান।

মোঃ সাইফুল ইসলাম।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!