Home News ছোট মহেশখালীতে ভাইয়ের হাতে ভাই ছুরিকাহত

ছোট মহেশখালীতে ভাইয়ের হাতে ভাই ছুরিকাহত

1
মাদকদ্রব্য

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী’র ছোট মহেশখালী তেলীপাড়া (মোহাম্মদপুর) এলাকায় মাদকদ্রব্য ব্যাবসায় বাধা দেওয়ায় বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই ছুরিকাহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে ০৩ এপ্রিল (শনিবার) আনুমানিক সকাল ১১টার সময় ছোট মহেশখালী ইউনিয়নের তেলীপাড়া (মোহাম্মদপুর) এলাকায় ৷আহত নাছির উদ্দন (২৫) এর অবস্হা আশংঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ প্রেরণ করা হয়েছে বলে জানা যায় ৷ মূল ঘটনার খবর নিয় জানা যায়, স্থানীয় মোঃ ইসলামের পুত্র, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি পদবী ধারী নেজাম উদ্দিন বাবুলের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা, গরু মহিষ চুরি, ডাকাতি, জুয়ার কারবার চলে আসছে ৷ তার বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলাও রয়েছে বলে নিশ্চিত করেন মহেশখালী থানা পুলিশ।

২০১৯ সালে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল পুলিশের হাতে, প্রায় দেড়বছর জেল কেটে ছোটভাই নাছিরের সহযোগিতায় ছাড়া পায় জেল থেকে। এরপর হতে ভাইকে খারাপ পথ হতে ফিরে আসতে বারবার তাগাদা দিতে থাকে ছোটভাই নাছির উদ্দিন।

সাম্প্রতিক সময়ে বাবুলের বেপরোয়া আচরন ও মাদক ব্যাবসার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে আহত নাছির উদ্দিন। মাদকদ্রব্য বিরুদ্ধে কথা বলায় অপরাপর মাদক সিন্ডিকেটের সদস্যদের সহায়তায় টাইগার বাবুল ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে ৷ সংবাদ পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে আহত মোঃ নাছির উদ্দীন বাচ্ছুর বড় ভাই ঘাতক বাবুলকে আটক করে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক বাবুল থানায় আটক রয়েছে।

সচেতন মহলের মতে, মাদকের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ হতে শক্ত পদক্ষেপ না থাকায় দিনদিন এমন ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয় জনসচেতন মহল। উক্ত ঘটনার সূত্রপাত ধরে মাদকদ্রব্য ক্রেতা-বিক্রেতা তালিকা প্রণয়ন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।

1 COMMENT

Comments are closed.

error: Content is protected !!
Exit mobile version