Home News বড় মহেশখালী ও কালারমার ছড়া ২০৫ জনের মনোনয়ন ফরম দাখিল

বড় মহেশখালী ও কালারমার ছড়া ২০৫ জনের মনোনয়ন ফরম দাখিল

0

ইশরাত মুহাম্মদ শাহ জাহানঃ নির্বাচন কমিশনের ঘোষিত শেষ তফসিলে অনুষ্ঠিত হতে যাওয়া বড় মহেশখালী ও কালারমার ছড়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ২০৫ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ১৭ মে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন পর্যন্ত দুই ইউনিয়নে সর্বমোট ২০৫ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম দাখিল করেন।

মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার ও বড় মহেশখালী এবং কালারমার ছড়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পাল এ তথ্য নিশ্চিত করেন।

এতে বড় মহেশখালীতে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন- বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তফা আনোয়ার চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ বেলার হেসাইন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করলেন- বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল, এসএম মির্জা আনসারুল করিম রাজু, আব্দুল্লাহ্ আল্ নিশান, মোঃ ইছহাক, মোঃ সালমান।

অপরদিকে সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৭১ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন।

এদিকে কালারমার ছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন- বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করলেন- সাংবাদিক মোঃ হোবাইব, নুর মোহাম্মদ, আক্তারুজ্জামান বাবু, মোহাম্মদ ওসমান গণি, আব্দুস সালাম, রবিউল্লাহ্ সিকদার, নুরুল ইসলাম ও সালাহ্ উদ্দিন।

অপরদিকে সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য ৮৪ জন মনোনয়ন ফরম দাখিল করেছেন।
আজ ১৭ মে ছিলো মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন।

আগামী ১৯ মে মনোনয়ন ফরম যাচাই-বাছাই, ২৬ মে মনোনয়ন প্রত্যাহার ও ২৭ মে প্রতীক বরাদ্দ এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ-ই দুই ইউনিয়নে।

error: Content is protected !!
Exit mobile version