Home Education বিশালতা এর খুঁজে- আফিফা খানম

বিশালতা এর খুঁজে- আফিফা খানম

0
বিশালতা

আকাশের পানে চেয়ে বিশালতা খুঁজি

সংকীর্ণতার বেড়াজালে আমি আবদ্ধ।

বিশালতা খুঁজি আমি ক্লান্ত তৃষ্ণাতুর কাকের ন্যায়,

বিশাল ধরিত্রীর সংকীর্ণ কোণে,

সংকীর্ণ দোয়ারে, সংকীর্ণ জানালার পাশে,

বিশালতা পাই কোথায়!!

 

তবুও খুঁজি আমি বিশালতা পাহাড়ের পাদদেশে কিংবা সাগরের উত্তাল ঢেউয়ে।

আমার সংকীর্ণ দৃষ্টিতে ধরা দেয়না বিশালতা,

বিশাল এই সমাজে, বিশাল এই লোকসভায়,

আমি কেবল সংকীর্ণ হয়ে পড়ে রইলাম।

 

আমি থেমে নেই, খুঁজে চলেছি

ফেসবুকের নিউজফিডে কিংবা বইয়ের পাতায়

হয়তো দেখি বিশালতা!

সংকীর্ণ চোখের পলকে ধরা পড়েনা।

যার হৃদয় সংকীর্ণ,

বিশালতা তার সইবে কিসে?

error: Content is protected !!
Exit mobile version