Sunday, April 28, 2024
HomeNewsবাইতুল মোকাররম এলাকায় বাড়তি নিরাপত্তা; প্রস্তুত জলকামান ও সাঁজোয়াযান

বাইতুল মোকাররম এলাকায় বাড়তি নিরাপত্তা; প্রস্তুত জলকামান ও সাঁজোয়াযান

অনলাইন ডেস্কঃ

কুমিল্লায় ‘কোরআন অবমাননা’র ঘটনা নিয়ে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের আগে ও পরে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পল্টন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। বায়তুল মোকাররম উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র‍্যাব ও বিজিবি সদস্যরা।

বায়তুল মোকাররম উত্তর গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরানা পল্টনে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়াযানসহ কারাভ্যান।

বাড়তি নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) আ. আহাদ সাংবাদিকের বলেন, যাতে অপ্রীতিকর কোনো কিছু না ঘটে সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!