Home News বঙ্গোপসাগর থেকে প্রেণে বেঁচে ফিরলেন আল্লামা হাসিবুর রহমান

বঙ্গোপসাগর থেকে প্রেণে বেঁচে ফিরলেন আল্লামা হাসিবুর রহমান

0

নিজস্ব প্রতিবেদকঃ “রাখে আল্লাহ, মারে কে” ঠিক তেমনই গভীর বঙ্গোপসাগর থেকে কোনো রকম প্রেণে বেঁচে ফিরলেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় বক্তা আল্লামা এম হাসিবুর রহমান।

১৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে প্রাণে বেঁচে ফিরলেন বর্তমান সময়ের আলোচিত বক্তা এম. হাসিবুর রহমান।

তিনি ১৭ ফেব্রুয়ারী মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির করার কথা ছিলো।

৩ জন সফরসঙ্গী ও কমিটির ৩ জন লোকসহ কক্সবাজার ৬নং বিআইডব্লিউটিএর ঘাট থেকে তাদের নিয়ে একটি স্পিড বোটযোগে ধলঘাটার উদ্দেশ্য রওয়ানা দেন।

স্পিডবোটের চালক ভুল পথে তাদেরকে নিয়ে নাজিরারটেক হয়ে সোনাদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরের দিকে চলে যায়।

বিশাল জলরাশি আর বড় বড় ঢেউয়ের কবলে পড়ে একসময় তারা মৃ্ত্যুর মুখোমুখি অবস্থানে চলে যায়। এমন সময় সমুদ্রে মাছ ধরার একটি ট্রলার তাদের উদ্ধার করে। পরে ঘটিভাঙ্গা হয়ে মহেশখালী জেটিতে এসে তারা কক্সবাজারে ফিরে যায় বলে জানা যায়।

error: Content is protected !!
Exit mobile version