Home Sports ফাইনালে হারার পর ৩ খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ

ফাইনালে হারার পর ৩ খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ

0

ইতালির বিরুদ্ধে ফাইনালে ৩-২ গোলে হারার পর ইংল্যান্ডের ৩ কৃষ্ণাঙ্গ খেলোয়াড় অনলাইনে ব্যাপক বর্ণবাদ এর শিকার হচ্ছেন।

ইউরো ২০২০ এর ফাইনালে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে হারে ইংল্যান্ড। এতে ক্ষুব্ধ দেশের ভক্ত সমর্থকেরা।
খেলার শুরুতে দর্শকদের মাঝে ছিল উত্তেজনা ভরপুর। ফাইনালে জিতলে একদিন সাধারণ ছুটি ঘোষণারও নির্দেশনার দাবি জানিয়েছিলেন ইংল্যান্ড এর ফুটবল সমর্তকরা।

কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে খেলার ১-১ সমতায় আসলে ম্যাচ গড়ায় ১২০ মিনিটে। তাতেও গোল দিতে ব্যার্থ দুই দলের প্লেয়াররা।
ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। তারও আগে ম্যাচ পেনাল্টিতে যাবে এটা নিশ্চিত হয়ে খেলার ১১৯ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মার্কাস র‍্যাশফোর্ড এবং ব্রুয়েশিয়া ডর্টমুন্ড এর জেডন সাঞ্চু কে নামায় ইংল্যান্ড কোচ।

বিধিবাম। কোচের বিশ্বস্ততার কদর দিতে পারলেননা সাকা, সাঞ্চু, র‍্যাশফোর্ড। ব্যার্থ হয় গোল করতে।

ফাইনাল ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় ইংল্যান্ড এর ভক্ত সমর্থকেরা ইতালির ভক্তদের পেটাতে দেখা যায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী বিভিন্ন হেনস্তার শিকার ও রাশফোর্ডের ম্যুরালকে বিকৃত করতেও দেখা যায়।

খেলার শুরুতে হাটুগেড়ে যারা বর্ণবাদের প্রতিবাদ জানায় সে সভ্য জাতীর এমন আচরণে ক্ষুব্ধ ফুটবল ভক্তরা।
এই ঘটনার নিন্দা জানিয়েছেন ইংল্যান্ড ফুটবল ফেডারেশন এবং বরিস জনসন।
এছাড়াও ফ্রান্সের বর্তমান সেরা মিডফিল্ডার পল পগবাকেও উক্ত ঘটনার নিন্দা এবং ৩ ফুটবলারকে মানসিক ভাবে শক্ত থাকার অনুরোধ করে টুইট করতে দেখা যায়।

বেন স্টোক তার ২০১৬ সালের টি_২০ কাপ কে স্মরণ করে বলেন, এখানেই শেষ নয়। আমি মনে করি তাদের আরও সময় নিতে হবে। আরও বুঝতে হবে।

error: Content is protected !!
Exit mobile version