Home Education কবিতা- পদচিহ্নের অভ্যন্তরীণ উপাখ্যান

কবিতা- পদচিহ্নের অভ্যন্তরীণ উপাখ্যান

0
moheshkhalitribune3

চলতে চলতে আমি এ পথে হঠাৎ গিয়েছি থেমে!

প্রশ্ন করি হৃদয় আঙিনায়-
ওই খানিক বাঁ দিকে নেমে।
আচ্ছা- জীবন কারো জন্য থামে কেন?
তা কি ঠিক!
জীবনের কতশত আয়োজন উপেক্ষা করে
আমি কিংবা আপনি পথ চলেছি,
আর ক’টা পদচিহ্ন ফেলেছি তা হিসেব নেই।
অবশ্য এর হিসেব কারো থাকে না,
অথচ এসব অজানা থেকে যায়।
জীবনের এইসব আয়োজনে-
কারো ক্ষেত্রে মিশে থাকো নিদারুণ বাস্তবতা।
কেবল সে মানুষটা জানে-
এসব পদচিহ্নে অযুত পরিমাণ গল্প লুকোনো।
আমি এভাবে হেঁটে যেতে যেতে একদিন-
থেমে যাবো কারো প্রয়োজনে নয়,
বরং জীবনের এক মায়ায় ধাঁধানো আয়োজনে।

error: Content is protected !!
Exit mobile version