Home Sports দীর্ঘ ২৮ বছর পর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা;মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা

দীর্ঘ ২৮ বছর পর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা;মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা

2

স্পোর্টস ডেস্কঃ

কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর বড় কোন আন্তর্জাতিক শিরোপা জিতলো আর্জেন্টিনা। সেই সাথে মেসি পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা।

অ্যাঞ্জেল ডি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল। ম্যাচের শুরু থেকে ব্রাজিল পায়ে বল রেখে গোল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

রদ্রিগো ডি পলের দেয়া লং বল থেকে ডি মারিয়া নিখুঁতভাবে ব্রাজিলের গোলকিপার এডারসনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন। খেলার প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

দ্বিত্বয়ার্ধে শেষ পর্যন্ত তারা ১-০ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে।

এর আগে ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপা আমেরিকায় আর্জেন্টিনা ফাইনালে গিয়েও হেরে যায়।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুটআউট থেকে গোল করতে ব্যর্থ হয়ে অবসরের ঘোষণাও দিয়েছিলেন লিওনেল মেসি।

যদিও দ্রুতই ফিরে এসেছেন এবং পরবর্তীতে আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

শেষ পর্যন্ত কোপা আমেরিকা দিয়ে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বাদ পেলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

2 COMMENTS

  1. টিম আর্জেন্টিনা ও মেসিকে অভিনন্দন!
    প্রিয়দল ব্রাজিলের জন্য শুভ কামনা।

Comments are closed.

error: Content is protected !!
Exit mobile version