Friday, April 26, 2024
HomeNewsছোট মহেশখালীতে নজিরবিহীন সুষ্ঠু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিয়ান জয়ী

ছোট মহেশখালীতে নজিরবিহীন সুষ্ঠু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিয়ান জয়ী

ইশরাত মুহাম্মদ শাহ জাহানঃ আধিপত্য বিস্তার, বিশৃঙ্খলা, মারামারি কিংবা ভোট কেড়ে নেয়ার মতো কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিয়ানুল ইসলাম মঈন।
নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী ৭ম ধাপের ইউপি নির্বাচনে ০৭ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে।
এতে ৩৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিয়ানুল ইসলাম মঈন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী সিরাজুল মোস্তফা বাঁশি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩৪১ ভোট। অপরদিকে ৩১৪৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আব্দু সামাদ। ১১৬৮ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল করিম এবং ১১৬৩ ভোট পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বর্তমান চেয়ারম্যান জিহাদ বিন আলী।
অপরদিকে পুরুষ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে ফরিদুল আলম ৬০০ ভোট, ২নং ওয়ার্ডে মকতুল হোসেন ৬৭৪ ভোট, ৩নং ওয়ার্ডে এসএম মুফিজুল হক ৮১২ ভোট, ৪নং ওয়ার্ডে রাহমত উল্লাহ ৩৮১ ভোট, ৫নং ওয়ার্ডে ছৈয়দুল করিম ৬৩৫ ভোট, ৬নং ওয়ার্ডে আবুল হোছাইন ৪৩৫ ভোট, ৭নং ওয়ার্ডে মোঃ সেলিম ৩৯৪ ভোট, ৮নং ওয়ার্ডে মোঃ নুরুল আলম  ৪০০ ভোট, ৯নং ওয়ার্ডে শ্রী সুজন কান্তি দে ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷
সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন- ১,২,৩ নং ওয়ার্ডে লুৎফুননেছা ২৩০৬ ভোট, ৪,৫,৬ নং ওয়ার্ডে বুলবুল আক্তার ২০২০ ভোট, ৭,৮,৯ নং ওয়ার্ডে নুরুজ্জাহান বেগম ৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭ জন ম্যাজিস্ট্রেট সহ র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছেন।
ভোট কেন্দ্র পরিদর্শনে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বলেন, এটি জেলার একমাত্র ইউপি নির্বাচন হওয়ায় প্রশাসন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ চেষ্টায় ছিলো। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায়ও প্রশাসন প্রস্তুত। তা-ই সকলেরই সহোযোগিতায় একটি শান্তিপূর্ণ নিবার্চন আমরা উপহার দিয়েছি। কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত পুলিশ কর্মকর্তার বুকে ক্যামেরা লাগানো আছে। ঐ ক্যামেরায় ভোট কেন্দ্রের ফুটেজ রেকর্ড করা হয়েছে। ভোট কেন্দ্রের বাড়তি নিরাপত্তার জন্যই এই ক্যামেরার ব্যবহার করা হয়। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিছি।
এদিকে সাধারণ জণগণ তাদের অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, আসলেই প্রশাসন চাইলে সবকিছু সম্ভব। মহেশখালীর ইতিহাসে নজিরবিহীন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়।
সর্বশেষ উপজেলা প্রশাসনের নির্বাচনী কন্ট্রোল রুম থেকে উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল’র ঘোষণা অনুযায়ী- ছোট মহেশখালী ইউনিয়নে ১৭৫৬৭ ভোটের বিপরীতে কাস্টিং ১৩০৭৬ ভোট, তারমধ্যে ২৬৪ ভোট অবৈধ ঘোষণা করেন। এতে মোট বৈধ ভোটের সংখ্যা ১২৮১২ ভোট।
Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!