Home Editorial চট্রগ্রামের ইতিহাস ঐতিহ্য সিআরবি

চট্রগ্রামের ইতিহাস ঐতিহ্য সিআরবি

0

চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতি সৌন্দর্যের অনন্য প্রতীক সিআরবি।
এখানে শতবর্ষী গাছ গুলো এই শহরকে আঁকড়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে।
এখানের শতবর্ষী বৃক্ষ গুলো বাঙালি জাতির শতবছরের ইতিহাসের সাক্ষী।
এই সিআরবি বীর চট্টলার ফুসফুস খ্যাত।
শহরের লাখো কোটি মানুষের প্রশান্তির জায়গা কিশোর তরুণদের খেলার ঠিকানা এই সিআরবি।
প্রিয়জনের সাথে প্রকৃতির পাশে বসে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়ার জায়গা এই সিআরবি।
এ যেন আমাদের অস্তিত্বের ঠিকানা।
এই গাছ গুলোর সাথে এই শহরের মানুষের জীবন জড়িত।
যারাই সিআরবি নিয়ে ষড়যন্ত্র করবে তারা বরং এই শহরের সাথেঔ ষড়যন্ত্র করতেছে।
আমরা প্রকৃতির অংশ।
যদি আমরা নগরায়নের নামে প্রকৃতি ধ্বংস করি এই প্রকৃতি আমাদের ক্ষমা করবেনা।
আমরা অচিরেই ধ্বংস হয়ে যাবো।
সুতরাং এসব ষড়যন্ত্র বন্ধ করুন। আমাদের সিআরবির সবুজ পরিবেশও দরকার হাসপাতালও দরকার।
হাসপাতাল করার মতো জায়গার অভাব?
এই শহরের মানুষের আবেগে খোঁচা দিয়েন না দয়া করে।
#savecrv
#savectg
#SaveEnvironmentForFuture

error: Content is protected !!
Exit mobile version