Home News কিভাবে মুভমেন্ট পাসের আবেদন করবেন- How to Apply for movement pass

কিভাবে মুভমেন্ট পাসের আবেদন করবেন- How to Apply for movement pass

4
কিভাবে মুভমেন্ট পাসের আবেদন করবেন- How to Apply for movement pass
Benzir Ahmed

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে ইন্সপেক্টর জেনারেল বেনজীর আহমেদ মুভমেন্ট পাস (movement pass ) ওয়েবসাইটটির উদ্বোধন করেন। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, দেশের যে কোনও নাগরিক ওয়েবসাইটে কিছু প্রাথমিক তথ্য সরবরাহের মাধ্যমে movement pass খুব সহজেই অর্জন করতে সক্ষম হবেন।

কিভাবে আবেদন করবেন- How to apply:

  • Movement pass এর আবেদন করতে হলে আপনাকে মুভমেন্ট পাসের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন
  • আপনাকে জিজ্ঞেস করা হবে আপনাকে কোথা হতে কোথায় যেতে চান। এজন্য আপনাকে একটি এক্টিভ নাম্বার এবং পাসপোর্ট সাইজ ছবি আপলোড করা লাগবে উক্ত ফরমে।
  • আবাদেনকারীর তথ্য যাচাইয়ের পর ভেরিফাইড হয়ে গেলে আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে নিতে হবে।
  • যাত্রী যখন কোথাও ঘুরতে যাবে বা বের হবে তখন পুলিশ কে movement pass দেখাতে হবে।
  • National IDs, driving licences, passports, birth certificates or student identification cards ও আইডেন্টিটি প্রমাণের জন্য গ্রহণ করা হবে।
  • একটি মোবাইল নাম্বার দিয়ে যাত্রী একটি মাত্র আবেদন করতে পারবে।
  • যাত্রীকে ঢাকার বাইরে যেতে হলে অবশ্যই মুভমেন্ট পাস দেখাতে হবে।
  • একজন ব্যক্তি যতবার ভ্রমণ করতে চান প্রত্যেকবারের জন্য একটি পাস অর্জন করতে হবে, যার অর্থ একটি পাস কেবল একবার ব্যবহারের জন্য বৈধ হবে, অন্যদিকে বেড়াতে ও প্রবেশের জন্য পৃথক কার্ড প্রদান করতে হবে।
  • সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ বলেন, সাংবাদিকদের জন্য মুভমেন্ট পাসের দরকার নাই। পত্রিকার ভ্যালিড আইডি কার্ড দেখালেই হবে।

উল্লেখ্য চলমান করোনা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাওয়ায় বাংলাদেশ সরকার কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার ১২ ই এপ্রিল মন্ত্রী পরিষদ থেকে কঠোর লকডাউন এর এই ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যরুরি সেবা ছাড়া মানুষ যেখানে সেখানে যেতে পারবেনা। তবে কলকারখানা ও শিল্পকারখানা খোলা থাকবে। তাছাড়া ঘোষণা করা হয় ওয়াক্তের নামাজ ও তারাবির নামাজের ব্যাপারেও।

উল্লেখ করা হয় ওয়াক্তের নামাজ ও তারাবির নামাজে ইমাম মুয়াজ্জিন সহ ২০ জন নামাজ পড়তে পারবে। গণ জমায়েত হয় এরকম সভা, সমিতি, মিছিল, মিটিং কে কঠোর ভাবে না করা হয়েছে। এছাড়া বাজারের ব্যাপারেও আসে নির্দেশনা।

আরও পড়ুনঃ 

4 COMMENTS

Comments are closed.

error: Content is protected !!
Exit mobile version