Home News এবার পদ্মা সেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা

এবার পদ্মা সেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা

0

অনলাইন ডেস্কঃ

পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানের স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের এক ফেরির ধাক্কা লেগেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরির মাস্তুল। কিন্তু বিষয়টি অস্বীকার করেছে বিআইডব্লিউটিসি।

৩০ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময় ফেরিতে কোনো যাত্রী বা যানবাহন ছিল না বলে জানা যায়।

এতে পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী জানান, ‘সকালে ডকইয়ার্ড থেকে মেরামত শেষে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল- রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এসময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে স্প্যানের সঙ্গে ফেরিটির মাস্তুলের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়’।

এর আগে গত ১৩ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এছাড়া আরও দুইবার যাত্রী ও যানবাহন সহ বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত লাগার ঘটনা ঘটে গত ২০ ও ২৩ জুলাই।

error: Content is protected !!
Exit mobile version