HomeNewsBangladeshমহেশখালীতে তরুণীকে গণধর্ষণ ; ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ

মহেশখালীতে তরুণীকে গণধর্ষণ ; ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ

মহেশখালী-বদরখালী সংযোগ এলাকায় সম্প্রতি এক তরুণীকে গণধর্ষণ এর ন্যাক্কারজনক ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জড়িত ৩ জনকে শাপলাপুরের খালেক চেয়ারম্যানের ঘের থেকে আটক করেছে পুলিশ। বাকিদেরও দ্রুত আটক করার আহবান এলাকাবাসীর।

৫ জানুয়ারি রাত ১০টার গণধর্ষণের ঘটনায় নতুন মোড়। পুলিশ ঘটনাস্থল থেকে তদন্ত শুরু করে এবং পরবর্তী সময়ে অভিযুক্ত তিনজনকে স্থানীয় খালেক চেয়ারম্যানের মাছের ঘের থেকে আটক করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ঘটনার পর ওই ঘেরে আশ্রয় নেয়। জনগণের চাপ এবং স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, এই ঘটনায় পুলিশের প্রাথমিক ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। ঘটনার পর ভুক্তভোগীকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠাতে দেরি এবং মামলা গ্রহণে বিলম্ব নিয়ে জনমনে অসন্তোষ বিরাজ করছে।

এখন দেখার বিষয়, আটককৃতদের নিয়ে পুলিশের তদন্ত কতটা স্বচ্ছভাবে পরিচালিত হয় এবং ভুক্তভোগী ন্যায়বিচার পান কিনা। সংশ্লিষ্টদের দাবি, বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব বা গাফিলতি যেন না থাকে।

Related News

Popular News

error: Content is protected !!