Monday, September 9, 2024
HomeIslamicভূমিকম্প!! ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প হলে যা করণীয়

ভূমিকম্প!! ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প হলে যা করণীয়

ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প হলে যা করণীয়।

রাজধানী ঢাকা সহ চট্রগ্রাম, সিলেট এবং দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার রাত আনুমানিক ১২ঃ২৯ মিনিটে রিখটার স্কেলে প্রায় ৫.৬ মাত্রার ভূমিকম্পের অনুভূত হয়।

ধারণা করা হয় এটি মায়ানমার এর মনিওয়া নামক এলাকা থেকে প্রায় ৪৬.১ কিলোমিটার বেগে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৪৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ দপ্তর (USGS) এর ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়।

ভূ-কম্পন হলে ইসলামের দৃষ্টিতে কি করা উচিৎ?

প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) বলেন, ‘যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে। কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে, কিন্তু তা আত্মসাত করা হবে (অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না)। জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে। ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে। বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে। মসজিদে উচ্চস্বরে শোরগোল (কথাবার্তা) হবে। যখন সবচেয়ে দূর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে। সে সময় তোমরা অপেক্ষা করো— রক্তিম বর্ণের ঝড়ের (এসিড বৃষ্টি), ভূকম্পনের, ভূমিধসের, রূপ বিকৃতির (লিঙ্গ পরিবর্তন), পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া (তাসবিহ) দানার ন্যায় একটির পর একটি নিদর্শনগুলোর জন্য। ’ (তিরমিজি, হাদিস নং : ১৪৪৭)

কাজেই ভূমিকম্প হলে সাথে সাথে আল্লাহকে ভয় করা, তওবা করা, আল্লাহর অনুগ্রহ চাওয়া দরকার।
আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির জন্য বেশি বেশি ইস্তেগফার ও নিম্নোক্ত দোয়া বেশি বেশি করে পাঠ করা উচিৎ।
“লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ জ-লিমিন”
অর্থাৎঃ হে প্রভূঃ তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি পবিত্র সু-মহান।

“বিসমিল্লাহিল লাজী মা-ইয়াদূরো মা-আস মিহি শাইয়ুন ফিল আরদি ওলা ফিস সামীঈ ওয়াহুয়াস ছামিউল আলিম ”

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি ইহা ৩ বার পাঠ করবে সে ভূমি ও আকাশের দূর্যোগ থেকে হেফাজত থাকবে।

আল্লাহ তা’য়ালা আমাদের এই আমলটা করার তাওফিক দিক আমীন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!