HomeNewsBangladeshডাকসু নির্বাচন নিয়ে আজ রাতে হঠাৎ সরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

ডাকসু নির্বাচন নিয়ে আজ রাতে হঠাৎ সরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

হামিদুল ইসলাম আরফাতঃ

ডাকসু নির্বাচন নিয়ে আজ রাতে হঠাৎ সরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
ছাত্রদল এখনই ডাকসু নির্বাচন চায় না। তাদের দাবি হলো আগে সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে, আওয়ামী দোসরদের তাড়াতে হবে, তারপর গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে। তারপর নির্বাচন। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও তারা সন্দিহান। তারা মনে করছে এখন নির্বাচন হলে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না।
কিন্তু আসল ব্যাপার হচ্ছে, ক্যাম্পাসে এখনো ছাত্রদলের অবস্থান খুবই দুর্বল। তারা দেখতে পাচ্ছে নির্বাচন দিলে তারা একটা পদেও জিতে আসার সম্ভাবনা নাই। ফলে আজকে ভিসি স্যারকে তারা জানিয়েছে মবের দাবির মুখে এখনই ডাকসু নির্বাচন দেয়ার দরকার নাই।
উল্টোদিকে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা এখনই ডাকসু নির্বাচন চায়। কারণ এই মুহূর্তে নির্বাচন হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবির এবং স্বতন্ত্র প্রার্থীরা ভাগাভাগি করে সবগুলো পদে জিতে যেতে পারে। ফলে ছাত্রদলের অবস্থানের বিরুদ্ধে আজ রাতে হল পাড়া থেকে ডাকসুর দাবিতে মিছিল বের করে তারা৷
তারা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্তভাবে চাপের মুখে ফেলতে পারে তাহলে ৩ থেকে ৪ মাসের মধ্যেই ডাকসু আবার আলোর মুখ দেখতে পারে।

Related News

Popular News

error: Content is protected !!