পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার নিজস্ব তহবিল হতে নিজস্ব অর্থায়নে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মহেশখালী পৌরসভার সুইপার ও চুক্তিভিত্তিক কর্মচারীদের মাঝে মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার নিজস্ব তহবিল হতে ত্রাণ আর বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ই এপ্রিল (মঙ্গলবার) বিকালে মহেশখালী পৌরসভার কার্যালয়ে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া।
পৌর মেয়র সূত্রে জানা যায়, মেয়র মকছুদ মিয়া প্রতিবছর নানান উপলক্ষকে কেন্দ্র করে মহেশখালী পৌরসভার সুইপার এবংচুক্তিভিক্তিক শ্রমিকদের মাঝে বিভিন্ন উপহার ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকেন ৷ এর-ই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রায় ১০০ জন চুক্তিভিত্তিক কর্মচারী আর সুইপারদের মাঝে বিভিন্ন ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরন করেন তিনি।
ত্রাণ বিতরণকালে পৌর মেয়র, পৌর সচিব, কাউন্সিলর সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
[…] পাসের আবেদন করবেন- How to Apply for movement pass পৌর মেয়র মকছুদ মিয়ার নিজস্ব তহবিল হতে … বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক […]
[…] পাসের আবেদন করবেন- How to Apply for movement pass পৌর মেয়র মকছুদ মিয়ার নিজস্ব তহবিল হতে … বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক […]