World Vision International – এর সামাজিক মানবিক সাহায্য কর্মসূচির আওতায় UNHCR এর অর্থায়নে স্থানীয় জঙ্গোষ্ঠীর উন্নয়নের জন্য স্থানীয় জনগোষ্ঠীর মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে নিম্নলিখিত পদে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ীভাবে নিম্নলিখিত পদে নিয়োগ প্রদান করা হবে।
আগ্রহী যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত যোগ্যতার ভিত্তিতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নামঃ কমিউনি ফ্যাসিলিটেটর
পদ সংখ্যাঃ ৫৫ জন
টেকনাফ উপজেলা থেকে সাবরাং ৫, সদর ৩, পৌরসভা ২, হ্নীলা ৫, বাহারছড়া ৬ এবং হোয়াইকং ৯ জন। উখিয়া উপজেলা থেকে রত্নাপালং ৩, রাজাপালং ৬, পালংখালী ৩, হলদিপালং ৫, এবং জালিয়াপালং ৮ জন সহ মোট ৫৫ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
পুরুষের ক্ষেত্রে এইচএসসি এবং মহিলাদের ক্ষেত্রে এসএসসি পাশ হতে হবে। বয়স কমপক্ষে ১৮-৪০ বছর।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
পদের নামঃ তথ্য সংগ্রহকারী (এনুমারেটর)
পদ সংখ্যাঃ ১০০ জন (টেকনাফ ও উখিয়া উপজেলা)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
পুরুষের ক্ষেত্রে এইচএসসি এবং মহিলাদের ক্ষেত্রে এসএসসি পাশ হতে হবে। বয়স কমপক্ষে ১৮-৪০ বছর।
বেতনঃ আলোচনা সাপেক্ষে খন্তকালিন দৈনিক চুক্তি ভিত্তিক
আবেদনের নিয়মাবলীঃ আবেদনের সাথে নিম্নোক্ত কাগজ পত্রাদি সংযুক্ত করতে হবে।
- আবেদন পত্র (কভার লেটার) এবং সিভি(পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত)
- দুইজন সনামধন্য ব্যক্তির মোবাইল নাম্বারসহ রেফারেন্স জীবন বৃত্তান্ত (যেমনঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, শিক্ষক ইত্যাদি)
- সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন জমা দিতে হবে।
- সকল পরীক্ষার পাশের সনদপত্রের ফটোকপি (সত্যায়িত)
- নিজ ইউনিয়ন চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক চারিত্রিক সনদপত্র
- অভিভাবকদের সম্মতিপত্র
- কোনো প্রকার মাদকাসক্ত প্রার্থীদের আবেদনপত্র অযোগ্য/ অবিবেচিত হিসেবে গণ্য করা হবে।
- শিশু ও নারী নির্যাতন মূলক কাজে জড়িত থাকার অভিযুক্ত হয়েছেন অথবা বর্তমানে শিশু নির্যাতনমূলক কাজে জড়িতদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
- কোনো ধরনের সুপারিশ প্রার্থীদের অযোগ্যতা বলে বিবেচিত হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ জুন ২০২১ তারিখে বিকাল ৪ টার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে।
বাংলাদেশ রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স, ওয়ার্ল ভিশন বাংলাদেশ, ফলিয়া পাড়া ফিল্ড অফিস, উখিয়া, কক্সবাজার।
কুরিয়ার সার্ভিস কিংবা ডাক যোগে World Vision International এর বাংলাদেশ উখিয়া অফিসে প্রেরণের জন্য অনুরোদ করা হচ্ছে।
লিখিত পরিক্ষার জন্য কোন ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিঃদ্রঃ World Vision Bangladesh এ নিয়োগের জন্য কাউকে কোন প্রকার টাকা বা উপহার দেওয়ার প্রয়োজন নেই।