দ্বীপ উপজেলা মহেশখালীর প্রত্যন্ত অঞ্চলে রাতের আঁধারে অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন- মহেশখালী উপজেলার মানবিক নির্বাহী অফিসার মোঃ মাহ্ফুজুর রহমান।
তিনি ২৫ এপ্রিল (রবিবার) গভীর রাতে উপজেলার কালারমার ছড়া, হোয়ানক, মাতারবাড়ী এবং শাপলাপুরের দুস্থ, প্রতিবন্ধী, হতদরিদ্র ছিন্নমূল ভাসমান অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।
রাতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে নিজ হাতেই এসব অসহায়দের মাঝে ত্রাণের প্যাকেট বিতরণ করেন এবং ভবিষ্যতেও তাদেরকে সরকারি সুবিধা ও সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, পর্যায়ক্রমে ত্রাণ পাওয়ার যোগ্য সকলের ঘরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তাছাড়াও, লক ডাউনে বিভিন্ন ইউনিয়নে কর্মহারা সকল সিএনজি চালক, টমটম চালক ও অন্যান্য পরিবহন শ্রমিক, কর্মহারা দিন মজুরদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিতে স্থানীয় চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি কর্মহীন, দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় সকলে এই সহায়তার আওতায় আসবে।