কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে নুরুল কবির নামে এক স্কুল শিক্ষককে প্রকাশ্যে সন্ত্রাসীদের দ্বারা মারধরের অভিযোগ উঠেছে।
১৯ এপ্রিল (সোমবার) বিকেল আনুমানিক ৫ ঘটিকার সময় মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকায় এ ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা যায়।
আহত নূরুল কবির কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ১৯ এপ্রিল (সোমবার) বিকেলে ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে শফি আলম ও ওয়াজ উদ্দিন নামের দুই জন সন্ত্রাসী হাতুড়ি দিয়ে ব্যাপক মারধর করেন।
এক পর্যায়ে স্কুল শিক্ষক তাদের প্রতিহত করে হাতুড়ি নিয়ে ফেললে সন্ত্রাসীরা তার পিঠে কামড় দেয়।
এবং স্কুল শিক্ষক নুরুল কবিরের কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা সন্ত্রাসীরা কেড়ে নেন বলে ভুক্তভোগী স্কুল শিক্ষক জানান।
সূত্রে জানা যায়, শফি আলম (৩৩) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র। টেকনাফ থেকে সুপারি এনে ব্যবসা করেন।
ভুক্তভোগী স্কুল শিক্ষক নুরুল কবির এ-ই প্রতিবেদককে বলেন, সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা করে যাচ্ছে। এখন জীবনের নিরাপত্তা নিয়ে ভয়ে আছি। উক্ত হামলার ঘটনায় মহেশখালী থানায় একটি অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
ভুক্তভোগী স্কুল শিক্ষক স্হানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
এদিকে অভিযুক্ত শফি আলম এসব মিথ্যা বলে দাবি করে বলেন, বরং উক্ত স্কুল শিক্ষক আমাকে মারধর করেছে।