Friday, April 19, 2024
HomeJobরুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন NGO তে নিয়োগ ২০২১

রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন NGO তে নিয়োগ ২০২১

রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন NGO তে নিয়োগ ২০২১ । রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ দানকারী বেসরকারী প্রতিষ্ঠান। যেটি MRA সনদপ্রাপ্ত।

Rural Development and welfare foundation প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসার নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখঃ ১৭- ০৬- ২০২১

 

  • পদের নামঃ শাখা ব্যবস্থাপক
  • শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর
  • বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
  • বেতনঃ প্রথম ৬ মাস বেতন সর্বসাকূল্যে ২৪,০০০/= টাকা প্রদান করা হবে।
  • অভিজ্ঞতাঃ ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতাসহ বর্তমান কর্মরত থাকতে হবে, এবং কম্পিউটার চালানোড় দক্ষতা থাকতে হবে।
  • অন্যান্য সুবিধাঃ ৬ মাস শেষে চাকুরী স্থায়ীকরণ ও সংস্থার বিধিমালানুযায়ী বেতন বৃদ্ধি করা হবে।

রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন NGO তে নিয়োগ ২০২১

  • পদের নামঃ  ক্রেডিট অফিসার।
  • শিক্ষাগত যোগ্যতাঃ  এইচএসসি/ স্নাতক
  • বয়সঃ  সর্বোচ্চ ৩২ বছর।
  • বেতনঃ  প্রথম ৬ মাস বেতন সর্বসাকুল্যে ১৬,০০০/= টাকা প্রদাব করা হবে।
  • অভিজ্ঞতাঃ  ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতাসহ বর্তমান কর্মরত থাকতে হবে, এবং কম্পিউটার চালানোড় দক্ষতা থাকতে হবে।
  • অন্যান্য সুবিধাঃ  ৬ মাস শেষে চাকুরী স্থায়ীকরণ ও সংস্থার বিধিমালানুযায়ী বেতন বৃদ্ধি করা হবে।

আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদন, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সচল মোবাইল নম্বর সহ আগামী ১৭-০৬-২০২১ ইং তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে নিম্ন ঠিকানায় প্রেরণ এর জন্য অনুরোধ করা যাচ্ছে।

 বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে নিয়োগ পরিক্ষার জন্য ডাকা হবে। পরিক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বা আংশিক বাতিল করতে পারবেন।

বরাবর, নির্বাহী পরিচালক, রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, দেওয়ান মঞ্জিল, ২য় তলা, শহীদ মিনারের বিপরীত পাশে। গ্রাম+ ডাকঘর+ উপজেলা – নবাবগঞ্জ, জেলা – ঢাকা-১৩২০।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!