দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের উত্তর রাজঘাটে দুলাভাইয়ের ছুরির আঘাতে গুরুতর আহত কফিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যু বরণ করেছেন বলে জানা যায়।
সূত্রে জানায়, গতকাল ১১ মে (সোমবার) মাতারবাড়ি ইউনিয়নের উত্তর রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুলাভাই রুহুলের সাথে শ্যালক কফিল উদ্দিনের সমান্য কথা কাটাকাটি হয়, ওই সময় দুলাভাই রুহুল হঠাৎ অতর্কিত অবস্থায় শ্যালক কফিল উদ্দিন কে ছুরিকাহত করেন। স্হানীয়রা উদ্ধার করে কফিন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আজ বিকেল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। নিহত কফিল উদ্দিন ওই এলাকার মোক্তার আহমদের পুত্র।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়নাতদন্ত শেষে মহেশখালী নিয়ে আসা হচ্ছে এবং ঘাতক দুলা ভাই পালাতক রয়েছে বলে জানা যায়।