Monday, December 2, 2024
HomeNewsইশা ছাত্র আন্দোলন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার কাউন্সিল সম্পন্ন

ইশা ছাত্র আন্দোলন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার কাউন্সিল সম্পন্ন

দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর ঐতিহ্যবাহী দ্বীনি কাফেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

২১ ফেব্রুয়ারী (রবিবার) মহেশখালী পৌরসভাস্হ অহনা কনভেনশন হলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ বাইতুল্লাহ মাসউদের সভাপতিত্বে ও আল জামিয়া ইসলামিয়া আরবিয়া (গোরকঘাটা মাদ্রাসা) শাখার সভাপতি অকি উদ্দিন নিহাল’র সঞ্চালনায় উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম মিছবাহ উদ্দিন কায়ছার।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ তকি উদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুনাইদুল ইসলাম, জেলা কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক আশেক মোহাম্মদ জুনাইদ।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাবেক সফল সভাপতি এইচ এম শফিউল আলম।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মাওলানা সাদেক মোস্তফা জসিম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শামসুদ্দোহা ফারুকী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটিয়া সাংগঠনিক জেলা শাখার সাবেক সফল সভাপতি ও জামিয়া আরবিয়া গোরকঘাটার প্রাক্তন সহকারী শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা উত্তর শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জহির উদ্দিন, মোহাম্মদ খায়রুল বশর, রবিউল হাসান, মোঃ রমজান আলী, মাওলানা শাহ জাহান, এইচ এম মিজান, মোহাম্মদ সাইদুল করিম, হাফেজ নাঈম বিন সালামত, মোহাম্মদ অকি উদ্দিন নিহাল, তৌফিক হাসান পারভেজ, মুহাম্মদ মোস্তফা কামাল, মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ তারেক ইসলাম, সাইফুদ্দিন মোঃ মুবিন, মুহাম্মদ নুরুল মোস্তফা, মুহাম্মদ তারেক, মুহাম্মদ কাওছার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

কাউন্সিল শেষে শুরা বৈঠকের মাধ্যমে হাফেজ বায়তুল্লাহ মাসউদ কে সভাপতি, অকি উদ্দিন নিহাল কে সহ সভাপতি ও আরাফাতুর রহমান খোকা কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন শুরা কমিটি। ঘোষিত কমিটি কে আগামী তিন মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করার নির্দেশ দেন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!