Home Agricultural উপজেলা ছাত্রলীগ নেতা জুসিয়ানের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

উপজেলা ছাত্রলীগ নেতা জুসিয়ানের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

0

মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ইনজামামুল হক জুসিয়ানের নেতৃত্বে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের দিকনির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি

২৩ এপ্রিল (জুমাবার) বড় মহেশখালী মুন্সির ডেইল গ্রামের কৃষক সোনা মিয়ার জমিনের পাকা ধান সকাল থেকে বিকেল পর্যন্ত কেটে দেন। কাটার পর কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়ার কাজটি ও করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ছাত্রলীগের জনসম্পৃক্ত এমন কর্মকান্ড ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

সূত্রে জানা যায়, গ্রামের পরিবারগুলোর অধিকাংশই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। করোনাকালে আয় না থাকায় তারা খুব কষ্টে পড়ে যায়। কৃষকের দূর্দশার কথা খবর পেয়ে নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী কৃষকের পাকা ধান কেটে দেন তা কৃষকের ঘরে তুলে দেন।

কৃষক সোনা মিয়া জানান,

অর্থের অভাবে পাকা ধান কাটতে পারছিলাম না। জমিতে নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। আজকে ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটতে সাহায্য করেছেন তা কখনো ভূলার মতো নয়।

এসময় উপজেলা ছাত্রলীগ নেতা ইনজামামুল হক জুসিয়ান’র নেতৃত্বে ছাত্রলীগ নেতা মুজিব হক, মোঃ সাগর, রাকিব আল হাসান, মুশফিক আনোয়ার চৌধুরী, আব্দুল্লাহ্ সামি, আতাউর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগ নেতা জুসিয়ানের নেতৃত্বে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

এ-সময় উপজেলা ছাত্রলীগ নেতা ইনজামামুল হক জুসিয়ান উপস্থিত সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের দিকনির্দেশনায় মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরদের নিয়ে দরিদ্র কৃষকের পাকা ধান ঘরে তুলে দেওয়ার কার্যক্রম চলছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

এ সময় তিনি করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে মহেশখালীর বিভিন্ন অঞ্চলের দরিদ্রকৃষক, যারা পাকা ধান ঘরে তুলতে শ্রমিকদের মজুরি নিয়ে চিন্তিত, তাদেরকে মহেশখালী উপজেলা ছাত্রলীগসহ স্থানীয় ইউনিয়ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার আহব্বান জানান।

উক্ত কার্যক্রমের পাশাপাশি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ চলমান রাখবেন বলেও জানান তিনি।

এছাড়া মহেশখালীর প্রত্যান্ত অঞ্চলের দরিদ্র কৃষক ও হতদরিদ্রদের পাশে থাকতে মহেশখালী ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতি আহব্বান জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশিত এই কার্যক্রমে অংশ নিতে মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছুটে আসেন ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীরা।

মহেশখালীতে ছাত্রলীগের ধানকাটার ভিড়িও টি দেখতে এখানে ক্লিক করুন

error: Content is protected !!
Exit mobile version