হিউম্যান হ্যান্ড অফ হেল্পিং বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহেশখালী টিমের সার্বিক সহযোগিতায় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অবস্থিত আল্লামা ফোরকান শাহ (রাঃ) কমপ্লেক্সে ২য় বারের মত হাফেজিয়া এতিমখানার ছাত্র এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিদের সাথে ইফতার আয়োজন করা হয় ৷
ইফতার আয়োজন ও পরিবেশনে অংশগ্রহণ করেন অত্র Human Hand of Helping Bangladesh সংগঠনের প্রধান পরিচালক কাইছার হামিদ মনির পরিচালক (মহেশখালী), সালমান শাহের মাহিন পরিচালক (পেকুয়া), নুরুল আবছার পরিচালক (কুতুব দিয়া), মৌলানা জুবাইর সহ মহেশখালী টিমের সকল সদস্যবৃন্ধ।
এই মানবিক সংগঠন টি সবসময় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে দীর্ঘদিন হতে কাজ করে যাচ্ছে। সংগঠনের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন Human Hand of Helping Bangladesh সংগঠনের সকল সদস্যবৃন্দ ৷