Thursday, March 28, 2024
HomeNewsহেফাজতের কমিটি বিলুপ্তির কয়েক ঘন্টা পরেই নতুন কমিটি ঘোষণা

হেফাজতের কমিটি বিলুপ্তির কয়েক ঘন্টা পরেই নতুন কমিটি ঘোষণা

হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী গত রোববার রাত ১১টায় ভিডিও লাইভের মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ঘোষণা করেন।

লাইভে বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন ইমান আকিদা রক্ষার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের পরামর্শক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ, আগামীতে আহ্বায়ক কমিটির মাধমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটি বিলুপ্তের ঘোষণার কয়েক ঘন্টা পরেই নতুন কমিটি গঠন করেছে তারা। রোববার মধ্যরাতের পর হেফাজতে ইসলামের মহাসচিব ফেসবুক লাইভের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ভিডিও বার্তায় আল্লামা জিহাদী বলেন, প্রিয় দেশবাসী আপনারা এর আগে দেখেছেন দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এরপরে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন তিনি। দেশবাসীর কাছে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। বর্তমানে এই আহ্বায়ক কমিটির মাধ্যমেই পরিচালিত হবে হেফাজতে ইসলামের সকল কার্যক্রম।

বর্তমান হেফাজতের আহ্বায়ক কমিটি-

প্রধান উপদেষ্টা -আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী,
আমীর -আল্লামা জুনায়েদ বাবুনগরী,
মহাসচিব -আল্লামা নুরুল ইসলাম,
সদস্য- আল্লামা সালাহ উদ্দিন নানুপুরী,
সদস্য- আল্লামা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

এই ৫ সদস্যের আহ্বায়কগনের মাধ্যমে হেফাজতে ইসলামের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন তিনি। এবং
অতি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন বলেও জানিয়েছেন তিনি।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!