Thursday, December 5, 2024
HomeNewsস্হানীয়দের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা;এক রোহিঙ্গা নারী হাতেনাতে আটক

স্হানীয়দের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা;এক রোহিঙ্গা নারী হাতেনাতে আটক

টেকনাফের লেদা ক্যাম্প (fire in ruhingyacamp) এলাকার স্থানীয় এক বাসিন্দার বাড়িতে আগুন লাগানের সময় হাতেনাতে ধরা পড়লো রকিমা খাতুন (৫০) নামের রোহিঙ্গা নারী।

৩০ মার্চ (মঙ্গলবার) রাত পৌনে ৯টার দিকে লেদা ক্যাম্প-২৪ থেকে তাকে আটক করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এ সময় কেরোসিন তেলের একটি জার্কিন উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। আটক রোহিঙ্গা নারী ব্লক-বি, শেড নং-১০৫৩, ঘর নং-০৩, এমআরসি নং-৬০১৪১, নয়াপাড়া রেজিষ্ট্রার্ড ক্যাম্পের মৃত আব্দুল গফুরের স্ত্রী। ১৬ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার দেয়া তথ্য মতে, লেদা ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা মোঃ এজাহার মিয়ার বাঁশের ঘরে আগুন লাগানোর উদ্দেশ্যে কেরোসিন তৈল ঢালার সময় তাকে দেখতে পায়। পালাতে গিয়ে এজাহার মিয়ার ছেলে ও পাশ্ববর্তী রোহিঙ্গারা তাকে ধরে ফেলে। পরে কেরোসিন তৈলের জার্কিনসহ টহলরত এপিবিএনের নিকট নিকট হস্তান্তর করেন।

আটক রোহিঙ্গা নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।

উল্লেখ্য এর আগে গত ২২ মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে(fire in ruhingyacamp) আগুন লাগলে ভয়াবহ অগ্নিকান্ড সৃষ্টি হয়। দমকল বাহিনী, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা সহ স্হানীয়রা দীর্ঘ সাত ঘন্টা চেষ্টা চালিয়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পুরো এলাকার প্রায় সাড়ে নয় হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। শিশু সহ ৪ জনের মৃতদেহ উদ্ধার হলেও এখন নিখোঁজ রয়েছে শতাধিক রোহিঙ্গা। ও-ই ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার কারণে ৭ রোহিঙ্গা যুবককে আটক করেছিল এপিবিএন সদস্যরা।
Related News

2 COMMENTS

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!