Friday, April 26, 2024
HomeEducationকবিতা- ফেসবুক

কবিতা- ফেসবুক

কবি না হয়েও, ফেসবুকে লিখি কবিতা;
ফেসবুকে প্রকাশ করি, মনের সব কথা।
সারাক্ষণ ফেসবুকেই, সময় কাটে মোর;
চ্যাটিং করতে করতে, রাত কেটে হয় ভোর।
ফেসবুকে বন্ধুদের সাথে, প্রতিদিন হয় দেখা;
মনের সব কথাগুলো, স্ট্যাটাসে হয় লেখা।
দূরের বন্ধুরা কাছে, এখন সবাই আপনজন;
কথা বলি দেখে দেখে, ডাটা করলেই অন।
ফেসবুকে আলাপ করি, হাসি মিটিমিটি;
এক মূহুর্তে পেয়ে যাই, প্রিয়জনের চিঠি।
বন্ধুদের সাথে খেলি, ফ্রী ফায়ার পাবজি খেলা;
রাত হলেই ফেসবুকে বসে, বন্ধুদের মিলনমেলা।
হাসি কান্না রং তামাশা, কত যে বিনোদন;
ফেসবুক তো জয় করছে, কোটি কোটি মানুষের মন।
প্রোফাইল পিক দেখে তুমি, ভাবছো তাকে হিরো;
খোঁজ খবর নিয়ে দেখো, আসলে সে জিরো।
লাইক দেয় শেয়ার করে, আরো করে কমেন্ট;
যুবক যুবতি ফেসবুকেই খেলে, লাভ টুর্নামেন্ট।
ফেসবুক তো ভালো মন্দ, দুটোর কথাই বলে;
লেখাপড়া দিনদিন আমার, যাচ্ছে কত রসাতলে।
মায়ের বকা প্রতিদিন শুনি, পড়তে বসিনা বলে;
বকা শোনার পরেও আমি, ফেসবুকে যাই চলে।
বাবার টাকা নষ্ট করে, কিনছি ম্যাগাবাইট;
ঘুমানোর আগে প্রিয় কে বলি গুড নাইট।
ব্রেনটিউমার, নিদ্রাহীনতা, চোখের অনেক ক্ষতি;
ফেসবুক অপপ্রয়োগে আজ, আমাদের দুর্গতি।
সারাক্ষণ ফেসবুক চালিয়ে, চোখের জ্যোতি কমছে;
এই কথাটি জেনেও আমি, ফেসবুক চালায় ধুমছে।
এমনি করে চলতে থাকলে, কি হবে অবস্থা;
শিঘ্রই নেওয়া দরকার, এর একটা ব্যবস্থা।
কেন বন্ধু প্রচার করো, ফেসবুকে আজে বাজে;
ইসলামের বানী ছড়িয়ে দাও, ফেসবুকের মাঝে।
ফেসবুক চালানো বন্ধু, নয় কোনো বারন;
ফেসবুকটা হয় না যেন, জাহান্নামের কারণ।
ফেসবুক অপব্যবহারে আজ, যুব সমাজ নষ্ট;
এসো সবাই  সচেতন হয়,হবো না পথ ভ্রষ্ট।
Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!