Friday, April 26, 2024
HomeJobকৃষি ডিপ্লোমা পাস করার পর যেসব পদে চাকরির সুযোগ

কৃষি ডিপ্লোমা পাস করার পর যেসব পদে চাকরির সুযোগ

সম্পাদকীয়ঃ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও কৃষি মন্ত্রণালয়ের- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার (কৃষি ডিপ্লোমা) সার্টিফিকেটধারী ডিপ্লোমা কৃষিবিদদের সরকারি – সায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠানে চাকরি সুযোগ রয়েছে।

১. উপ-সহকারী কৃষি কর্মকর্তা- [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ]

২. উপ-সহকারী পরিচালক (পরিদর্শক)- [ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন]

৩. বৈজ্ঞানিক সহকারী- [ বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইন্সটিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ]

৪. রিসার্চ এসিস্ট্যান্ট- [ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট ]

৫. উর্ধ্বতন খামার সহকারী- [ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট ]

৬. ফার্ম সুপারভাইজার- [ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট ]

৭. ইক্ষু উন্নয়ন সহকারী- [ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন]

৮. মাঠ সহকারী- [ বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইন্সটিটিউট ]

৯. বীজ পরীক্ষক- [ বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট ]

১০. মাঠ কর্মকর্তা- [ বাংলাদেশ চা বোর্ড]

১১. জুনিয়র ফিল্ড এসিস্ট্যান্ট- [ বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট ]

১২. উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা- [পাট অধিদপ্তর ]

১৩. ষ্টোর কাম ফিল্ডম্যান- [ তুলা উন্নয়ন বোর্ড]

১৪. মাঠ কর্মকর্তা- [ কৃষি বিপণন অধিদপ্তর ]

১৫. আরবরিকালচারাল সেকশনাল অফিসার- [ সড়ক ও জনপদ অধিদপ্তর ]

১৬. কৃষি তথ্য কেন্দ্র সংগঠক- [ কৃষি তথ্য সার্ভিস]

১৭. টেকনিক্যাল পার্টিসিপেন্ট- [ কৃষি তথ্য সার্ভিস]

১৮. কমিউনিটি ফ্যাসিলিটেটর- [ কমিউনিটি মবিলাইজেশন, কৃষি মন্ত্রণালয় ]

১৯. ফিল্ডম্যান- [ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ]

২০. ল্যাব এসিস্ট্যান্ট- [ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ]

২১. উপ-সহকারী খামার তত্বাবধায়ক- [ কৃষি বিষয়ক সকল বিশ্ববিদ্যালয় ]

২২. প্রকর্মী- [ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ]

২৩. সম্প্রসারণ ওভারশিয়ার- [ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ]

২৪. ওভারশিয়ার (ডেইরি/বায়ার)- [ প্রাণিসম্পদ অধিদপ্তর ]

২৫. জুনিয়র ফার্ম সুপারভাইজার- [ প্রাণিসম্পদ অধিদপ্তর ]

২৬. বৈজ্ঞানিক সহকারী- [ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ]

২৭. সহকারী শিক্ষক (কৃষি)- [ মাধ্যমিক বিদ্যালয় / দাখিল মাদরাসা ]

২৮. ট্রেড ইন্সট্রাক্টর- [ মাধ্যমিক / দাখিল /ভোকেশনাল ]

২৮. এছাড়াও এনজিও, বিভিন্ন প্রকল্প এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগও রয়েছে।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!