Home Job কৃষি ডিপ্লোমা পাস করার পর যেসব পদে চাকরির সুযোগ

কৃষি ডিপ্লোমা পাস করার পর যেসব পদে চাকরির সুযোগ

0
Diploma in Agriculture Job in Bangladesh
Diploma in Agriculture Job in Bangladesh

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও কৃষি মন্ত্রণালয়ের- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার (কৃষি ডিপ্লোমা) সার্টিফিকেটধারী ডিপ্লোমা কৃষিবিদদের সরকারি – সায়ত্তশাসিত যেসব প্রতিষ্ঠানে চাকরি সুযোগ রয়েছে তা আজকে আপনাদের দেখাবো। অনেকে প্রশ্ন করে কৃষি ডিপ্লোমা সরকারি চাকরি কেমন বা কৃষি ডিপ্লোমা করে কি কি চাকরি করা যায় কিন্তু অনেকে জানেনা কৃষি ডিপ্লোমা করে চাকরি করা যায় এবং সেটা সরকারি কিংবা বেসরকারিও হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক।

১. উপ-সহকারী কৃষি কর্মকর্তা- [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ]

২. উপ-সহকারী পরিচালক (পরিদর্শক)- [ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন]

৩. বৈজ্ঞানিক সহকারী- [ বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইন্সটিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ]

৪. রিসার্চ এসিস্ট্যান্ট- [ বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট ]

৫. উর্ধ্বতন খামার সহকারী- [ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট ]

৬. ফার্ম সুপারভাইজার- [ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট ]

৭. ইক্ষু উন্নয়ন সহকারী- [ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন]

৮. মাঠ সহকারী- [ বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইন্সটিটিউট ]

৯. বীজ পরীক্ষক- [ বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট ]

১০. মাঠ কর্মকর্তা- [ বাংলাদেশ চা বোর্ড]

১১. জুনিয়র ফিল্ড এসিস্ট্যান্ট- [ বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট ]

১২. উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা- [পাট অধিদপ্তর ]

১৩. ষ্টোর কাম ফিল্ডম্যান- [ তুলা উন্নয়ন বোর্ড]

১৪. মাঠ কর্মকর্তা- [ কৃষি বিপণন অধিদপ্তর ]

১৫. আরবরিকালচারাল সেকশনাল অফিসার- [ সড়ক ও জনপদ অধিদপ্তর ]

১৬. কৃষি তথ্য কেন্দ্র সংগঠক- [ কৃষি তথ্য সার্ভিস]

১৭. টেকনিক্যাল পার্টিসিপেন্ট- [ কৃষি তথ্য সার্ভিস]

১৮. কমিউনিটি ফ্যাসিলিটেটর- [ কমিউনিটি মবিলাইজেশন, কৃষি মন্ত্রণালয় ]

১৯. ফিল্ডম্যান- [ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ]

২০. ল্যাব এসিস্ট্যান্ট- [ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ]

২১. উপ-সহকারী খামার তত্বাবধায়ক- [ কৃষি বিষয়ক সকল বিশ্ববিদ্যালয় ]

২২. প্রকর্মী- [ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ]

২৩. সম্প্রসারণ ওভারশিয়ার- [ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ]

২৪. ওভারশিয়ার (ডেইরি/বায়ার)- [ প্রাণিসম্পদ অধিদপ্তর ]

২৫. জুনিয়র ফার্ম সুপারভাইজার- [ প্রাণিসম্পদ অধিদপ্তর ]

২৬. বৈজ্ঞানিক সহকারী- [ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ]

২৭. সহকারী শিক্ষক (কৃষি)- [ মাধ্যমিক বিদ্যালয় / দাখিল মাদরাসা ]

২৮. ট্রেড ইন্সট্রাক্টর- [ মাধ্যমিক / দাখিল /ভোকেশনাল ]

২৮. এছাড়াও এনজিও, বিভিন্ন প্রকল্প এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগও রয়েছে।

এছাড়াও জানুন বাংলাদেশে কৃষিতে ডিপ্লোমা করে বিএসসি করার সুযোগ

error: Content is protected !!