মহেশখালীতে প্রকল্প এলাকার ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৪ লক্ষ ৮৭ হাজার টাকা পেয়েছেন ৩২ টি পরিবার।
২৯ মে (শনিবার) দুপুর ১২ টার দিকে মহেশখালীর মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে (এলও) মামলার এসব চেক বিতরণ এবং ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ।
এ সময় তিনি বলেন, আপনাদের কোন সমস্যা থাকলে নিজেরা সরাসরি অফিসে চলে আসবেন। এসময় তিনি দ্রুত চেক পাবার স্বার্থে নিজেদের মধ্যে কোন ছোটখাটো বিরোধ থাকলে তা নিজেরাই নিষ্পত্তি করার জন্য আহবান জানান।
তিনি আরো বলেন, প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে ( এল এ) মামলার শুনানি করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে কখন কোন উপজেলার মামলার শুনানি হবে তা ফেসবুকে বা বিজ্ঞপ্তির মাধ্যমে আগাম জানিয়ে দেওয়া হবে এবং কোন সমস্যা হলে বাইরের লোক দিয়ে তদবির না করে নিজেরাই যাতে জেলা প্রশাসককে অবহিত করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ , মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলমগীর সোহেল এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।