HomeNewsকক্সবাজারে বজ্রপাতে এক দিনে ২ জনের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে এক দিনে ২ জনের মৃত্যু

দীর্ঘ কয়েকদিন তীব্র তাপদাহের পর কালবৈশাখীর ধমকা হাওয়ার সাথে স্বস্তির বৃষ্টির বজ্রপাতে কক্সবাজারের দু’টি দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ায় বজ্রপাতে পৃথক ঘটনায় মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিকসহ দু’জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার মুহাম্মদ আব্দুর রহমান (৬৫) এবং মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের পস্কো কোম্পানিতে কর্মরত জেলানী (২৭) নামে একজন শ্রমিক।

জানা যায়, ২৩ মে (রবিবার) সন্ধ্যায় ৭ টায় আব্দুর রহমান (৬৫) লবণের মাঠে পলিথিন তুলতে গেলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

অন্যদিকে মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কাজ করার সময় জেলানী (২৭) বজ্রপাতে আহত হয়। পরে সহযোগীরা তাকে কয়লা বিদ্যুৎ প্রকল্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জেলানী (২৭) ব্রাক্ষণবাড়িয়ার বাগউড়া ইউনিয়নের সেমন্তগাড় গ্রামের মোঃ হেফজ মিয়ার পুত্র। নিহত জেলানী মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের পস্কো কোম্পানিতে কর্মরত ছিলেন। অপরদিকে মুহাম্মদ আব্দুর রহমান কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার মৃত্যু আব্দুল জলিলের পুত্র।

Related News

Popular News

error: Content is protected !!