এবার ওভারের সবকটি বলে ছক্কা হাঁকালেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসেরা পেরেরা।
গতকাল শ্রীলঙ্কার পানগোদা স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাব বনাম ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের মধ্যকার ম্যাচে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে তিনি এই রেকর্ড করেন।
৫ম ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক পেরেরা যখন ব্যাট করতে নামেন, তখন ইনিংসের মাত্র ২০ বল বাকি। দলীয় রান ২৫৬/৪। স্কোরের এই সংখ্যা যে চোখের পলকে ৩০০ পেরিয়ে যাবে তা কে জানতো!
৪১ ওভার শেষে স্কোর বোর্ডে ৩১৮!
পেরেরা নামের পাশে তখন ৫২, তাও মাত্র ১৩ বলে!
পেরেরার এই ব্যাটিং তাণ্ডবের স্বীকার ব্লুমফিল্ড ক্রিকেট(Cricket) অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের অভিজ্ঞ ক্রিকেটার ও অনিয়মিত অফ স্পিনার দিলহান কুরির ওপর।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা অবশ্য পরিত্যক্ত হয়ে রেজাল্ট অমীমাংসিতই রয়ে গেলো।
ভিডিয়ো দেখতে ক্লিক করুন
প্রতিযোগিতামূলক ক্রিকেটে(Cricket) এ নিয়ে ৯ জন ক্রিকেটার এক ওভারের ছয় বলে ছয় ছক্কা মারার কীর্তি গড়লেন।
পেরেরা, পোলার্ডের আগে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স, ভারতের রবি শাস্ত্রী, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ইংল্যান্ডের রস হোয়াইটলি, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের লিও কার্টার।
আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি আছে শুধু তিনজনের। টি-টোয়েন্টিতে যুবরাজ সিং ও কাইরন পোলার্ড এবং ওয়ানডেতে হার্শেল গিবস।
[…] ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে শ্রীলংকায়। সাম্প্রতিক নিউজিল্যান্ড সফর ও এরও […]